বর্ষায় দূরত্ব বাড়িয়ে আর ভিলেন হবে না ছাতা, যুগলদের জন্য চমক! চলে এল ‘জোড়া ছাতা’

কলকাতা: এসে গেছে বর্ষা৷ যখন-তখন বৃষ্টি নামছে ঝমঝমিয়ে৷ সঙ্গে ছাতা থাকাটা মাস্ট৷ তবে বর্ষায় প্রেমিক-প্রেমিকা বা সদ্য বিবাহিত দম্পতিদের রোমান্টিসিজমটাই আলাদা৷  এক ছাতায় গুঁতোগুতি করে…

কলকাতা: এসে গেছে বর্ষা৷ যখন-তখন বৃষ্টি নামছে ঝমঝমিয়ে৷ সঙ্গে ছাতা থাকাটা মাস্ট৷ তবে বর্ষায় প্রেমিক-প্রেমিকা বা সদ্য বিবাহিত দম্পতিদের রোমান্টিসিজমটাই আলাদা৷  এক ছাতায় গুঁতোগুতি করে অর্ধেক শরীর ভিজিয়ে রাস্তা দিয়ে যাওয়ার আনন্দই তাঁদের কাছে আলাদা৷ তবে এর ফল সর্দি-কাশি, জ্বর৷ আর যাঁরা পাশাপাশি হাঁটতে চায়, তাঁদের মধ্যে বাধে সাধে ছাতা৷ দু’জনের হাতে দু’টি ছাতা খোলা থাকলে স্বভাবতই বাড়ে দূরত্ব। সেই দূরত্ব ও যাবতীয় সমস্যা ঘোচাতে এসে গেল ‘জোড়া ছাতা’৷ হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় জোড়া ছাতার ভিডিয়ো রীতি মতে ঝড় তুলেছে৷ আশিস সাওয়ান্ত নামে এক তরুণ এক বিশেষ ধরনের ছাতার ব্যবহার দেখান।

ওই ভিডিয়োয় আশিসের দাবি, মূলত বিবাহিত দম্পতিদের কথা মাছায় রেখেই এই ছাতাটি তৈরি করা হয়েছে। ছাতাটির মাথার দিকে একটি ক্লিপ আটকানো রয়েছে। ক্লিপের পিছনে রয়েছে একটি সুইচ৷ সেটিতে চাপ দিলেই ছাতার মাথাটি দু’ভাগ হয়ে যায়। ছাতার হাতলেও একটি সুইচ রয়েছে। সে সুইচটি টিপলে ছাতাটি পুরোপুরি খুলে যায়। মূলত দুটি ছাতা জোড়া লাগিয়েই এই ছাতাটি বানানো হয়েছে৷ এই ছাতা দেখে বেশ আপ্লুকত নেটিজেনরা৷ আপনারাও দেখে নিন কেমন সেই ছাতাটি-

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Ashish Sawant (@master_ashishhh)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *