তরুণীকে কুপ্রস্তাব, বাড়িতে চড়াও হয়ে অপহরণের চেষ্টা!

তরুণীকে কুপ্রস্তাব, বাড়িতে চড়াও হয়ে অপহরণের চেষ্টা!

বারাসত: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে চড়াও হয়ে এক তরুণীকে মারধর করে অপহরণের চেষ্টার অভিযোগ৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের বরিশাল কলোনীর কুতোলশাহী রোড এলাকায়৷ দুই  দুষ্কৃতীর বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

পুলিশকে লিখিত অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাস্তায় আসা যাওয়ার সময় একাধিকবার কুপ্রস্তাব দেয় সুমন বিশ্বাস ও দীপঙ্কর চক্রবর্তী নামে দুই দুষ্কৃতী। কুপ্রস্তাবে  রাজি না হওয়ায় মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিট নাগাদ মদ্যপ অবস্থায় ধারাল অস্ত্র ও লোহার রড নিয়ে বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর করে, শ্লীলতাহানীর চেষ্টা করে এবং তার মোবাইল ফোনটিও ভেঙে দেয়। এমনকি গলায় থাকা সোনার চেন এবং ঘরের থাকার ব্যবসার প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তরুণীর আরও অভিযোগ, এতেও ক্ষান্ত হয়নি দুই দুষ্কৃতী৷ তাকে অপহরণ করার চেষ্টা পর্যন্ত করে। কিন্তু তিনি চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজনরা ছুটে এলে দুই দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মহিলা ও তাদের পরিবার। বুধবার সকালে আক্রান্ত মহিলা  সুমন বিশ্বাস ও দীপঙ্কর চক্রবর্তীর নামে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ৷ পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ শীঘ্রই গ্রেফতার করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =