কলকাতা: সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের রাজ্য সম্মেলনেব বিরোধীদের নিশানা করার পাশাপাশি জীবনের নতুন দর্শন তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘টাকা, টাকা, এত টাকার কী দরকার? যতটুকু প্রয়োজন ততটুকু করুন। দেখবেন চিন্তাও থাকবে না৷ সভায় উপস্থিত রেশন ডিলার তথা জনসাধারণের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘কষ্ট করে ছেলেমেয়েদের মানুষ করুন। দেখবেন ওরা মানুষের মতো মানুষ হবে।
মমতা আরও বলেন, ‘একটা জিনিস আমি লক্ষ্য করেছি, একটা জেনারেশন তৈরি করে। আর তিনটে জেনারেশন ভোগ করে। কিন্তু তিনটে জেনারেশন যখন ভোগ করে তারা সেটাকে উচ্ছেদ করে দিয়ে যায়। ছিন্নবিচ্ছিন্ন করে দেয়। ফলে আবার একটা জেনারেশনকে আসতে হয়। আবার সব তৈরি করতে হয়।’
মুখ্যমন্ত্রী বলেন, সোনার ললিপপ নিলে জন্মগ্রহণ করলে ওইটুকুই। বাবা ছেলেমেয়েকে মানুষ করবে, তারা বিদেশ চলে যাবে, বাবা–মায়ের মৃত্যু হয়ে যাবে আর কম্পিউটারে সার্টিফিকেট চলে আসবে। এটা কিন্তু করতে যাবেন না। এটা আজকাল হচ্ছে। এখন থেকে শিক্ষা নিতে হবে।’ মমতার কথায় এটা আজকাল হচ্ছে, সবার নয় কিন্তু কিছুর৷ যা এখন থেকে শিক্ষা নিয়ে হবে৷
রাজ্যে উন্নয়নের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে তো রাজ্যে কিছুই ছিল না। আর মাত্র গত ৭–৮ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে ৩৪টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। ৪৩টা মাল্টি সুপার স্পেশ্যালিটি মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তৈরি হচ্ছে। দেউচা–পাচামি, সিলিকন ভ্যালি হচ্ছে। তাজপুর বন্দর হচ্ছে। অনেক কিছু হচ্ছে। মাথায় রাখবেন, শিল্পের প্রধান গন্তব্য এখন বাংলা। তাই সন্তানদের বাইরে পাঠাবেন। ওরা পড়াশোনা করবে। করে দেশে চলে আসবে।’