মমতা যেখানেই দাঁড়াক সেখান থেকেই হারবে! তোপ আব্বাস সিদ্দিকির

মমতা যেখানেই দাঁড়াক সেখান থেকেই হারবে! তোপ আব্বাস সিদ্দিকির

4fd28e1383743b37191997a8592b97dd

নিজস্ব সংবাদদাতা ক্য়ানিং: আগামীকাল নিজের দলের নাম ঘোষণা করতে চলেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকি৷ বুধবার ক্যানিং থেকে সাংবাদিকদের এমনটাই জানালেন তিনি৷ একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে প্রার্থী হওয়া নিয়ে করলেন কটাক্ষ৷ বললেন, “তৃণমূলের মধ্যে যে ভাবে গোষ্ঠী দ্বন্ধ চলছে এই ভাবে চলতে থাকলে  রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানেই দাঁড়াক না কেন আমার মনে হয় উনি হারবেন।”

বুধবার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তালদি বাসস্ট্যান্ডে পার্শ্বস্থা মাঠে মহান ঈসালে সওয়ার ও দোয়ারে মসলিম অনুষ্ঠানে যোগ দেন পীরজাদা আব্বাস সিদ্দিকি৷ বাংলার বিধানসভায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট সব দলের কাছেই গুরুত্বপূর্ণ। এতদিন যার সিংহভাগ পেয়ে এসেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, কিন্তু এবার সেই ভোট ভাগাভাগি হতে চলেছে। 

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিদ্দিকি জানান, আগামীকাল শুধুমাত্র তাঁর দলের নাম ঘোষণা হবে৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন তিনি এবারের ভোট প্রার্থী হবেন না৷ কারণ ‘কিংমেকার’ হতে চান তিনি৷ পাশাপাশি সিদ্দিকি জানিয়েছেন, এখনই জোট নিয়ে কিছু ঘোষণা করবে না তারা, তৃণমূল ও বিজেপি ছাড়া অন্য যে কোনও দল জোট করতে চাইলে জোট করা হবে৷ এদিন তৃণমূলের গোষ্ঠীকোন্দলের প্রসঙ্গ তুলে আব্বাস সিদ্দিকি বলেন, তৃণমূলের মধ্যে যে ভাবে গোষ্ঠী দ্বন্ধ চলছে এই ভাবে চলতে থাকলে  রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানেই দাঁড়াক না কেন উনি হারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *