কালনা: নির্বাচনের আগে ঘাসফুল ছেড়ে হাতে পদ্ম তুলে নিয়েছেন অনেকেই৷ তবে তাতে একদিকে দলেরই ভালো হয়েছে বলে মত প্রকাশ করেছে তৃণমূল৷ তাদের কথায় যারা গদ্দার তারাই চলে গিয়েছে৷ এখন শুদ্ধিকরণের পথে তৃণমূল৷ মঙ্গলবার বর্ধমানে কালনা থেকে ফের সেই বার্তাই দিলেন মমতা৷ স্পষ্ট করে জানিয়ে দিলেন, অন্যায় তার কানে এলে তিনি তা কোনওভাবেই বরদাস্ত করবেন না৷ তিনি বলেন, “মনে রাখবেন যারা মানুষের জন্য কাজ করে না তাঁদের পাশে আমি থাকি না। আমি অন্যায় করলে কান মুলে দেব।”
একইসঙ্গে কালনার সভা থেকে নাম না করে স্থানীয় বিধায়ক বিশ্বজিত কুণ্ডুকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, কিছু গরু নিজেদের দুর্নীতি ঢাকার জন্য বিজেপিতে গিয়ে হাম্বা হাম্বা করছে৷ গত ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন কালনার বিধায়ক বিশ্বজিত কুণ্ডু। এদিন তাঁরই গড়ে সভা ছিল মমতার। তাই মমতা যে বিশ্বজিতকে কড়া বার্তা দেবেন সেটা জানাই ছিল৷
দলত্যাগীদের উদ্দেশে ফের মমতার বার্তা, যারা মানুষের কথা ভাবে না তাদের দল কোনওদিনই টিকিট দিত না৷ মমতা বলেন, “জানে যে আমি তাঁদের টিকিট দেব না। তাই বিজেপির কাছে আশ্রয় নিয়েছে। কেন টিকিট দেব? মানুষের সাথে যারা থাকে না, মানুষের জন্য যারা কাজ করে না? তাঁদের আমি টিকিট দেব না৷”
কালনার সভা থেকেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপিকে একহাত নেম তৃণমূল সুপ্রিমো৷ বলেন, ভারতবর্ষকে শ্মশানে পরিণত করেছে বিজেপি৷ এখন বাংলাকে শ্মশানে পরিণত করার চেষ্টা করছে৷ যা তৃণমূল করতে দেয়নি আর দেবেও না৷ কালনাবাসীর উদ্দেশে মমতা বলেন, তাঁর একটাই গোত্র৷ তা হল মা মাটি মানুষ৷