করোনা রুখতে রাজ্যের ত্রাণ তহবিলে আর্থিক সহায্যের আর্জি মমতার

রাজ্যের এমারজেন্সি রিলিফ ফান্ড অ্যাকাউন্ট নম্বর: ৬২৮০০৫৫০১৩৩৯ .  আইএফএসসি কোড: আইসিআইসি০০০৬২৮০. এমআইসিআর কোড: ৭০০২২৯০১০. আধিকারিক সঞ্জয় বনশলের ফোন নম্বর: ৯০৫১০২২০০০ সঞ্জয় বনশলের ইমেইল আইডি: wbsacs@gmail.com

কলকাতা: করোনাভাইরাসের মোকাবিলায় আগেই বাংলার জন্য  ২০০ কোটি টাকারর আপৎকালীন তহবিলের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত কোনও কেন্দ্রীয় সাহায্য না মেলায় ওই তহবিল যথেষ্ট নয় বলেই মনে করছেন তিনি। তাই জরুরী অবস্থা সামাল দিতে আর্থিক সাহায্যের জন্য এবার সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন মমতা। বুধবার দুপুরে করোনা নিয়ে নবান্নে এক বৈঠকে পরিস্থিতির কথা জানিয়ে আর্থিক সাহায্যের জন্য আইএফএসসি কোড সহ একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ঘোষণা করেন। পাশাপাশি, জিনিসপত্র দিয়ে সাহায্যের জন্য আধিকারিক সঞ্জয় বনশলের মোবাইল নম্বর দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।

রাজ্যের এমারজেন্সি রিলিফ ফান্ড

অ্যাকাউন্ট নম্বর: ৬২৮০০৫৫০১৩৩৯ 

আইএফএসসি কোড: আইসিআইসি০০০৬২৮০

এমআইসিআর কোড: ৭০০২২৯০১০

আধিকারিক সঞ্জয় বনশলের ফোন নম্বর: ৯০৫১০২২০০০ সঞ্জয় বনশলের ইমেইল আইডি: wbsacs@gmail.com

এছাড়াও করোনা মোকাবিলায় রাজ্যের একটি সেন্ট্রাল হেল্পলাইন নম্বর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সেন্ট্রাল হেল্পলাইন নম্বর – ১০৭০।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ত্রাণ তহবিল গঠনের পাশাপাশি করোনা আক্রান্তদের পর্যাপ্ত চিকিৎসার জন্য আইআর থার্মোমিটার, ৩০০ ভেন্টিলেটর এবং ৩টি ইসিএও মেশিনের কেনার অর্ডার দেওয়া হয়েছে।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সব রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে আর্থিক প্যাকেজ ঘোষণা করা উচিত। পাশাপাশি যেহেতু আমাদের রাজ্যের সঙ্গে একাধিক প্রতিবেশী দেশ ও দেশের উত্তর-পূর্বের সীমান্তগুলি রয়েছে তাই বাংলার প্যাকেজের পরিমাণ বেশি হওয়া উচিত বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 13 =