পুরুলিয়া: পঞ্চম দফার নির্বাচন শেষ৷ চলছে ষষ্ঠ দফার প্রচার৷ সূর্যের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলার এ প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা৷ আজ, দিনভর অমিত-রাহুলের বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে রইল বাংলা৷ এবার সেই বাংলার উত্তাপে নতুন মাত্রা জুড়লেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার মোদিকে ঠাসিয়ে গণতন্ত্রের থাপ্পড় দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷
পুরুলিয়ার নির্বাচনী সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগে একটা বিড়ি তিন বার টানত৷ ওদের নেতারা হাফপ্যান্ট পড়ে ঘুরে বেরাত৷ এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা৷ টাকার বাক্স নিয়ে বেড়িয়ে গিয়েছে৷ এক হাতে গদা, এক হাতে তলোয়ার৷ গদা দিয়ে মাথা ভাঙবে, তলোয়ার দিয়ে গলা কাটবে৷ এই হচ্ছে রাজনীতি৷ আদর্শ বলে কিছুই নেই৷’’ বলেন, ‘‘টাকা পয়সা আমরা কাছে নো ম্যাটার৷ এবং তাই নরেন্দ্র মোদি যখন বাংলায় এসে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় টপ তোলাবাজ, তখন শুনলে আমার মনে হয়, দিই ঠাসিয়ে একটা গণতন্ত্রের থাপ্পড়৷ জানে কিছু, কী করেছি আমরা?’’
#WATCH West Bengal CM Mamata Banerjee in Purulia: Money doesn’t matter to me.That is why when Narendra Modi came to Bengal and accused my party of being Tolabaaz (Toll collector), I wanted to give him a tight slap of democracy pic.twitter.com/JnE5xywWJI
— ANI (@ANI) May 7, 2019
গত কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিরোধিতাকে কটাক্ষ করছেন বিজেপি নেতৃত্ব। নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ- সব নেতাই বিভিন্ন ভাবে তৃণমূল নেত্রীর সমালোচনায় মুখর। মঙ্গলবার, বাঁকুড়ার রানিবাঁধে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের প্রচার সভা থেকে এই আক্রমণের জবাব দিলেন মমতা। স্পষ্ট জানিয়ে দেন, ‘আমাদের স্লোগান “জয় হিন্দ”, “বন্দে মাতরম”, “জয় জওয়ান জয় কিষান”, “মা-মাটি-মানুষ”। মরে গেলেও বিজেপির স্লোগান আমার মুখ দিয়ে বেরোবে না’।
এদিনের সভা থেকেও নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘দাঙ্গা লাগানো ছাড়া আর কোনও কাজ নেই বিজেপির।’ বিজেপি সরকারের আমলে কোনও উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেন মমতা। মোদি সরকারের ৫ বছরে ১২ হাজার কৃষক আত্মঘাতী হয়েছেন দাবি তৃণমূল নেত্রীর। তিনি বলেন, রাজ্য সরকার কৃষকদের খাজনা মকুব করেছে। এমনকী, কৃষিজমিতে মিউটেশন ফিও মকুব করা হয়েছে। এই সভা থেকে রাজ্যে সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।