ওঁদের একটু খাবারের ব্যবস্থা করুন! বাঙালি শ্রমিকদের হয়ে ১৮ মুখ্যমন্ত্রীকে চিঠি মমতার

ওঁদের একটু খাবারের ব্যবস্থা করুন! বাঙালি শ্রমিকদের হয়ে ১৮ মুখ্যমন্ত্রীকে চিঠি মমতার

কলকাতা: করোনার জেলে জেরবার গোটা বিশ্ব৷ থমকে জনজীবন৷ প্রভাব পড়েছে ভারতেও৷ পিছিয়ে নেই বাংলা৷ করোনা মহামারির সঙ্গে লড়াই করতে ইতিমধ্যেই দু’ধাপে গোটা বাংলাজুড়ে লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গোটা দেশজুড়ে একই বিধিনিষেধ কার্যকর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর এই পরিস্থিতিতে ভিন রাজ্যে আটকে পড়েছেন বাংলার বহু শ্রমিক৷ ভিন রাজ্যে আটকে যাওয়া সেই সমস্ত শ্রমিকদের জন্য এবার উদ্বেগ প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী৷ ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ারও হোক বলেও আর্জি জানিয়েছেন তিনি৷

১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন লিখে উদ্বোগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনার জেরে লকডাউন হয়ে যাওয়ায় বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন বাঙালি শ্রমিকরা৷ বাঙালি শ্রমিকরা ঘরে ফিরতে পারছেন না৷ আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বটে, কিন্তু তাঁদের কাছে পৌঁছাচ্ছে না৷ প্রায় ১১০০ জন বাঙালি শ্রমিক রয়েছেন৷ তাদের নাম পরিচয় পাঠিয়ে চিহ্নিত করার আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁদের কাছে এই মুহূর্তে পৌঁছানো সম্ভব নয়৷ অবিলম্বে আটকে থাকা বাঙালি শ্রমিকদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা পরিষেবা দেওয়া হোক৷ তাদের ন্যূনতম পরিষেবার ব্যবস্থা করা হোক৷ আটকে থাকা শ্রমিকদের জন্য উদ্বিগ্ন রাজ্য সরকার৷ সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের আটকে থাকা শ্রমিকদের তথ্য পাঠিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =