মমতার স্বপ্নের প্রকল্পে ব্যাপক জালিয়াতি! নববধূ সেজে সুবিধা নেওয়ার চেষ্টা

মমতার স্বপ্নের প্রকল্পে ব্যাপক জালিয়াতি! নববধূ সেজে সুবিধা নেওয়ার চেষ্টা

454c0a44f1bde87e4cb60f9227c3dcd9

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘রূপশ্রী’৷ আর এই প্রকল্পের সুবিধা পেতে মাঝবয়সি বিবাহিত মহিলারা সাজছেন নববধূ! বিয়ের কার্ড ছাপিয়ে প্রশাসনের দরজায় হাজির বহু গৃহবধূ৷ বিয়ের কার্ড দেখে চক্ষু চড়কগাছ প্রশাসনিক আধিকারিকদের৷

জানা গিয়েছে, ‘রূপশ্রী’ প্রকল্পের সুবিধা পেতে বিবাহিত মহিলারা সাজছেন নববধূ৷ আবেদনকারীদের মধ্যে কোনও মহিলার ৮ বছর আগে বিয়ে হয়েছে, কারও আবার ১৫ বছর৷ কারও রয়েছে ৭-৮ বছরের ছেলেমেয়ে৷ কিন্তু, সবাই চাইছেন সুবিধা৷  প্রশাসন সূত্রে খবর, চলতি আর্থিক বর্ষের মুর্শিদাবাদে এমন প্রায়া তিন হাজার ২১৫টি ভুয়ো আবেদনপত্র জমা পড়েছে৷ খোঁজখবর নিয়ে সেই আবেদন বাতিল করে দেওয়া হয়েছে৷ প্রশাসনের দাবি, ভুয়ো আবেদনপত্র নিয়ে অনেকেই হাজির হচ্ছেন৷ কিন্তু, সেই আবেদন বাতিল করে যোগ্য ১৬ হাজার ৮৮০জন মহিলা ২৫ হাজার টাকা করে দিয়েছে প্রশাসন৷ যুবতীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে৷  

কিন্তু, কেন এই সমস্যা? জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘রূপশ্রী’র সুবিধা নেওয়ার শর্ত হিসেবে বলা হয়েছে, বিয়ের আগে উপযুক্ত প্রমাণসহ আবেদন করতে হবে৷ প্রথমবার বিয়ের পাওয়া যাবে এই সুবিধা৷ একাধিকবার বিয়ের ক্ষেত্রে আবেদন গ্রহণ হবে না৷ পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকা হতে হবে৷ মেয়ের বয়স ১৮ বছর ও পাত্রের বয়স ২১ বছরের কম হওয়া চলবে না৷ বিবাহযোগ্যদের সরকার থেকে দেওয়া হবে ২৫ হাজার টাকা৷ আর এই প্রকল্পের সুবিধা পেতে চলছে দেদার জালিয়ারি৷

গত ৩১ জানুয়ারি ২০১৮ রাজ্য বাজেটে অর্থমন্ত্রী আর্থিক দুর্দশাগ্রস্ত পরিবারের প্রাপ্তবয়স্ক কন্যাদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়ার অনুদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে৷ মুখ্যমন্ত্রীর নিজের দেওয়া নাম রূপশ্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *