বিজেপি বধের রণকৌশল ঠিক করতে দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, সোমাবর ফেডারেল ফ্রন্ট নিয়ে কথা বলবেন বিজেপি–বিরোধী দলগুলির সঙ্গে৷ সদ্য শেষ হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ফলে লোকসভার তৎপরতা শুরু হয়েছে বিরোধী দলগুলির মধ্যেই।
সূত্রের খবর, এবারের দিল্লির বৈঠকেই মহাজোটের চূড়ান্ত রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ঐক্যবদ্ধ হয়ে লড়াইযের বার্তা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈঠকে থাকতে পারেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু,কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, আরজেডির তেজস্বী যাদব, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, ফারুক আবদুল্লা-সহ আঞ্চলিক দলের একাধিক নেতারা। ওয়াকিবহাল মহলের মতে, ১৯ জানুয়ারির ব্রিগেড সমাবেশ এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মহাজোটের কার্যক্রম পুরোদমে শুরু হয়ে যাবে সেই মঞ্চ থেকেই। সেদিক থেকেও এবারের দিল্লির বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ।
তৃণমূল সূত্রের খবর, সোনিয়া ছাড়াও ব্রিগেডে তৃণমূলের সভায় উপস্থিত থাকার ব্যাপারে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, তামিলনাড়ুর ডিএমকে নেতা এম কে স্ট্যালিন, এনসিপি প্রধান শারদ পাওয়ার, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, বিজেপি-র বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্ন সিনহা ও দুই প্রাক্তন বিজেপি নেতা অরুণ শৌরি ও যশবন্ত সিংহ। প্রসঙ্গত, ১১ তারিখ ফলাফল ঘোষাণার দিনও মমতা দিল্লিতে থাকবেন। ১২ ডিসেম্বর দিল্লি থেকে মুম্বই যাবেন মমতা।