‘ওঁরা ভাবে সব কিছু ম্যানেজ করবে, আমাকে ম্যানেজ করা যায় না’, হুঁশিয়ারি মমতার

‘ওঁরা ভাবে সব কিছু ম্যানেজ করবে, আমাকে ম্যানেজ করা যায় না’, হুঁশিয়ারি মমতার

কলকাতা:  পদের সঙ্গতি পূর্ণ নয়৷ এই যুক্তিতে মুখ্যমন্ত্রীর রোম সফরে অনুমতি দেয়নি কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক৷ ভবানীপুরে ভোট প্রচারে এসে, তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- দায়িত্ব পেয়েই বাড়ল নিরাপত্তা, সুকান্তকে Z ক্যাটাগরি দিল কেন্দ্র

তিনি বলেন, বিশ্বশান্তি নিয়ে রোমে একটি অনুষ্ঠান রয়েছে৷ দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছিলাম৷ সেখানে যাচ্ছেন পোপ, ইমাম, ইতালির প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর৷ ওই অনুষ্ঠানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল৷ ইতালি সরকার আমাদের স্পেশাল পারমিশন দিয়েছিল৷ কিন্তু কেন্দ্রীয় সরকার চিঠি পাঠিয়ে বলা হল, মুখ্যমন্ত্রীর যাওয়া ঠিক নয়৷ কেন্দ্রীয় সরকার যেতে দিল না৷ আমি বিদেশ যাচ্ছি মানে ঘুরতে যাচ্ছি না৷ আমি কোথাও যেতে চাইলেই বাধা দেয়৷ অথচ বিজেপি’র লোকেরা যখন যেখানে যেতে চান যেতে পারেন৷ ভোটের সময় ডেইলি প্যাসেঞ্জারি করেছেন৷ প্রধানমন্ত্রী স্পেশাল পারমিশন নিয়ে আমেরিকা চলে গেলেন৷ অথচ কত ছাত্রছাত্রী বিদেশে পড়তে যেতে পারল না৷ উনি দেশের জন্য গিয়েছেন, তাতে আমাদের আপত্তি নেই৷ কিন্তু আমাকে প্রতিনিধিত্ব করতে দেওয়া হল না কেন? 

আরও পড়ুন- বঙ্গে দুর্যোগ, বাতিল সরকারি কর্মচারীদের ছুটি

তিনি বলেন, ভবানীপুর থেকেই ভারতের শুরু৷ বৃষ্টি হোক বা জল জমুক, ছাতা মাথায় নিয়েও ভোট দিতে হবে৷ ওঁরা ভাবে ওঁরা সবকিছু ম্যানেজ করতে পারে৷ কিন্ত আমাকে ম্যানেজ করতে পারবে না৷ এদিক জাতীয় মানবাধিকার কমশন নিয়ে একহাত নেন মমতা৷ তিনি বলেন, বাংলায় কিছু না হলেই জাতীয় মানবাধিকার কমিশন পাঠিয়ে দেয়৷ অসমে নৃশংস অত্যাচার দেখতে পেল না কমিশন? হাথরাসের ঘটনা দেখতে পায় না? তদন্ত হলে বিজেপি ফেঁসে যাবে৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 8 =