মমতার ব্রিগেড সভায় আসছেন খাড়গে, অস্বস্তিতে প্রদেশ কংগ্রেস

কলকাতা: আগামী ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশে লোকসভায় কংগ্রেস তথা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকবেন সোনিয়া-রাহুলের দূত হিসেবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর তরফে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হলেও প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব দিন কয়েক আগেই মল্লিকার্জুনের আসার ব্যাপারে ইঙ্গিত পেয়েছিল হাইকমান্ডের তরফে। রাজ্য-রাজনীতির প্রশ্নে তৃণমূলের সমাবেশে যাওয়ার ব্যাপারে নিজেদের আপত্তি থাকলেও জাতীয় স্তরে সার্বিক

মমতার ব্রিগেড সভায় আসছেন খাড়গে, অস্বস্তিতে প্রদেশ কংগ্রেস

কলকাতা: আগামী ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশে লোকসভায় কংগ্রেস তথা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকবেন সোনিয়া-রাহুলের দূত হিসেবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর তরফে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হলেও প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব দিন কয়েক আগেই মল্লিকার্জুনের আসার ব্যাপারে ইঙ্গিত পেয়েছিল হাইকমান্ডের তরফে।

রাজ্য-রাজনীতির প্রশ্নে তৃণমূলের সমাবেশে যাওয়ার ব্যাপারে নিজেদের আপত্তি থাকলেও জাতীয় স্তরে সার্বিক বিজেপি বিরোধিতা এবং ভোট পরবর্তী সমীকরণের স্বার্থে হাইকমান্ডের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন সোমেন মিত্র-আব্দুল মান্নানরা। তবে মুখে স্বীকার করতে না চাইলেও কলকাতা তথা রাজ্যের বুকে জোড়াফুলের আয়োজিত সভার মঞ্চে দলের এক শীর্ষস্থানীয় নেতার উপস্থিতি তাঁদের যথেষ্ট অস্বস্তিতে ফেলবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + five =