কলকাতা: ভোট ফল প্রকাশের পর দলের বেশ কিছু পরিবর্তন ঘটিয়েছেন৷ নির্বাচনী বিধিনিষেধ উঠে যেতেই এক-ঝাঁক প্রশাসনিক কর্তাকে বদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার নিজের মন্ত্রিসভায় বড়বড় ঝাঁকুনি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন সূত্রে খবর, পরিবর্তিত মন্ত্রিসভার তালিকাও চূড়ান্ত অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হচ্ছে৷
সূত্রের খবর, খুব সম্ভবত এবারের রদবদলের তালিকায় থাকতে পারে ৮-১০ জন মন্ত্রী৷ বেশ কিছু মন্ত্রীর ডানা ছাঁটতে পারেন মুখ্যমন্ত্রী৷ বেশ কয়েকজনের উপর বাড়তে পারে কাজের বোঝা৷ পরিবর্তিত মন্ত্রিসভায় বেশ কয়েকজনকে ফিরিয়ে আনা হতে হতে৷ ফিরে আসাদের তালিকায় উজ্জ্বল সুব্রত মুখোপাধ্যায়ের নাম৷ সূত্রের খবর, পারফরমেন্সের উপর ভিত্তিতে করে কোপ পড়তে পারে উত্তরবঙ্গের মন্ত্রীদের উপর৷ ডানা ছাঁটা যেতে পারে রবীন্দ্রনাথ ঘোষ ও গৌতম দেবের৷ বাড়তে পারে দায়িত্ব বাড়তে চলেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের৷ একই সঙ্গে মমতার নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বেশ কিছু নতুন মুখ৷
আগামী ৩১ মে-র পর রাজ্য মন্ত্রিসভায় রদবদল হবে বলে জানা গিয়েছে। আজ এই বিষয়ে আবেদন করে একটি চিঠি রাজ্যপালের কাছে পাঠাল নবান্ন। তবে রাজ্যপাল এই মুহূর্তে কলকাতায় নেই। এলাহাবাদ গিয়েছেন। তিনি ফিরে এলেই এই বিষয়ে সিদ্ধান্ত হবে। জানা গিয়েছে, রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরই হতে পারে ঘোষণা৷