অমিত সফরের আগেই বড় চমক মমতার! মতুয়াদের জন্য উদার মুখ্যমন্ত্রী

অমিত শাহ আসার আগে বড় চমক মমতার৷ মতুয়া-নমঃশূদ্র সমাজের জন্য একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ আজই কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এবারের রাজ্য সফরে মতুয়া ও আদিবাসীর বাড়িতে খাবেন তিনি। এবারের রাজ্য সফরে মতুয়া ও আদিবাসীর বাড়িতে খাবেন তিনি। তার আগে বুধবার বিকেলে নবান্ন থেকে মতুয়াদের একগুচ্ছ উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

 

কলকাতা: অমিত শাহ আসার আগে বড় চমক মমতার৷ মতুয়া-নমঃশূদ্র সমাজের জন্য একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ আজই কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এবারের রাজ্য সফরে মতুয়া ও আদিবাসীর বাড়িতে খাবেন তিনি। এবারের রাজ্য সফরে মতুয়া ও আদিবাসীর বাড়িতে খাবেন তিনি। তার আগে বুধবার বিকেলে নবান্ন থেকে মতুয়াদের একগুচ্ছ উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বুধবার নবান্নে তপশিলি, বাগদি, বাউরি, মতুয়া-সহ বেশ কিছু মানুষের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মতুয়াদের উন্নয়ন পর্ষদ তৈরির কথা ঘোষণা করেন তিনি। বরাদ্দ করেন ১০ কোটি টাকা। নদিয়ার মতুয়া গোষ্ঠীর আবেদন অনুযায়ী ২ টি অ্যাম্বুল্যান্স দেন। তপশিলি উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ করেন ৫ কোটি টাকা। এছাড়াও তপশিলি, বাগদি, বাউরি-সহ বিভিন্ন সম্প্রদায়ের উদ্বাস্তু বেশ কিছু মানুষের হাতে জমির পাট্টা তুলে দেন। 

এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উদ্বাস্তুদের নিঃস্বার্থ জমির দলিল আমার করে দেওয়া৷ আজ আমি খুশি যে আরও ১ লক্ষ ২৫ হাজার কাজ করতে পারছি৷ তিনি আরও বলেন, ১৯৮৭ বা ৮৮ সালে আমি যখন যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হই তখন সেখানকার মানুষ আমার কাছে একটাই আবেদন করছিল তা হল নিঃশর্ত জমির দলিল তৈরি করে দেওয়া৷ আমি সেইসময় সেটি করেছিলাম৷ এদিন তপশিলি, বাগদি, বাউরি-সহ বিভিন্ন সম্প্রদায়ের উদ্বাস্তু বেশ কিছু মানুষের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। জানান, আরও ১ লক্ষ ২৫ হাজার মানুষের হাতে ভাগে ভাগে পাট্টা তুলে দেওয়া হবে। মিলবে উদ্বাস্তুদের নাগরিকত্ব, কলোনি নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন এমন কোনও উদ্বাস্তু কলোনী থাকবে না যেটিকে বেআইনি বলা হবে৷ সবকটিকেই একসঙ্গে আইনি করে দেওয়া হল বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷

আজই কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এবারের রাজ্য সফরে মতুয়া ও আদিবাসীর বাড়িতে খাবেন তিনি। এদিকে এবারের লোকসভা নির্বাচনেও মতুয়াদের ভোট পেয়ে জিতেছে বিজেপি৷ তাই একুশের বিধানসভা নির্বাচনের আগে মতুয়া ও নমঃশূদ্রের খুশি করার পালা মমতার৷ যাতে বিধানসভা নির্বাচনে এই সম্প্রদায়ের পুরো সমর্থন পান তিনি৷ আর সেজন্যই মতুয়াদের জন্য একগুচ্ছ ঘোষণা মমতা৷ এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + eleven =