কলকাতা: দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে দুদিনের বাংলা সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ ঠাকুরনগরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভা করার কথা ছিল। সেই সভার দিকে তাকিয়ে ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। স্বাভাবিকভাবেই সভা বাতিল হয়ে যাওয়ায় হতাশ হয়েছেন তারা। যদিও মমতা বালা ঠাকুরের বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কিছুই বলার নেই, তাই তিনি আসেননি। উল্লেখ্য, আজ ঠাকুরনগরে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ না আসতে পারার জন্য সেখানে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
বিধানসভা নির্বাচনের আর কয়েক সপ্তাহ বাকি। তার আগে মতুয়া সম্প্রদায়ের মন জিততে কর্মসূচি গ্রহণ করেছিল ভারতীয় জনতা পার্টি শিবির। আজকের ঠাকুরনগরের জনসভা এই জন্য ভীষণ রকম ভাবে তাৎপর্যপূর্ণ ছিল বিজেপির জন্য। মনে করা হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং এসে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে যখন কথা বলবেন তখন হয়তো বঙ্গ ভোটের সার্বিক চিত্র বদলে যেতে পারে। তবে আপাতত সেটি আর হচ্ছে না। কিন্তু এ ব্যাপারে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না মমতা বালা ঠাকুর। তাঁর স্পষ্ট বক্তব্য আদতে কিছু বলার নেই, তাই জন্যই আসেননি স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে মতুয়া মহাসঙ্ঘের অন্যতম নেতা তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের আমন্ত্রণে এদিন এখানে এসে জনসভা করার কথা ছিল অমিত শাহের। এখন জানা যাচ্ছে, ‘ড্যামেজ কন্ট্রোল’ করার জন্য আজ সেখানে যাচ্ছেন বঙ্গ ভারতীয় জনতা পার্টির তিন মহারথী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফর বাতিল হলেও নিজেদের নির্ধারিত যোগদান কর্মসূচি বহাল রাখতে চাইছে ভারতীয় জনতা পার্টি শিবির। তবে জানা যাচ্ছে এদিনই বিশেষ বিমানে দিল্লি যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বৈশালী ডালমিয়া এবং প্রবীর ঘোষাল। রাজ্যের শাসক দল শিবির সম্পূর্ণভাবে ছেড়ে বিজেপিতে যোগ দেবেন তারা। এদিকে আগামী কাল নির্ধারিত যোগদান কর্মসূচি সম্পন্ন হবেই বলে জানা গিয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। সূত্রের খবর, আগামীকাল রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের আসার সম্ভাবনা রয়েছে আগামীকাল।