নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: মতুয়া সমাজের দাবি একটাই৷ তা হল নাগরিকত্ব পাওয়া৷ যা নিয়ে বিজেপিতে থেকেও কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে শান্তনু ঠাকুরকে৷ এবার কেন্দ্রকে কড়া বার্তা তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা বালা ঠাকুরের৷ এদিন কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রয়োজন পড়লে সারা ভারতবর্ষের মানুষ নিয়ে দিল্লিতে আন্দোলন করবো৷ তিনি আরও বলেন, কেন্দ্র সরকার বলছে সিএএ এর মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেব। বিভিন্ন সময়ে বিজেপির বিভিন্ন নেতারা এসে একই কথা বলছে। কিন্তু নাগরিকত্বের যে আইন পাস হয়েছে। তাতে হিন্দু, সিখ, বৈদ্য ধর্মের নাম থাকলেও, কোথাও মতুয়াদের নাম উল্লেখ নেই।
সোমবার উত্তর ২৪ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়াদের একটা জনসভায় নাগরিকত্ব নিয়ে ফের প্রশ্ন তুললেন বনগাঁ লোকসভার তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর।এদিন তিনি বলেন, বিজেপি সরকার ও সম্প্রতি বিজেপির বিভিন্ন নেতারা বিভিন্ন সময়ে বলছেন সি এ এ এর মধ্যেমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। তারা মতুয়াদের সঙ্গে ভাওতাবাজি করছে। কারণ সিএএ তে হিন্দু-বৌদ্ধ শিখ, পার্সীদের নাম উল্লেখ থাকলেও কোথাও লেখা নেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে।
তিনি এদিন আরও বলেন, কেন্দ্রীয় সরকার যদি অবিলম্বে মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব না দেয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। প্রথমে বিধানসভা ভিত্তিক আন্দোলন করা হবে। তার মধ্যেও যদি নাগরিকত্ব না দেওয় তাহলে সারা ভারতবর্ষের লোক নিয়ে গিয়ে দিল্লিতে আন্দোলন করবো। পাল্লামেণ্ট ঘেরাও করবো, হুঁশিয়ারি মমতা বালার৷ প্রসঙ্গত, এই একই ইস্যুতে বারবার প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর৷ তিনি বলেছিলেন, সরকার তাদের নাগরিকত্ব না দিলে ভবিষ্যতে তারা কী করবেন তা তারা নিজেরাই ঠিক করে নেবেন৷ একুশের নির্বাচনের আগে শান্তনু ঠাকুরের এহেন বিদ্রোহী ভূমিকায় তার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠছিল৷ জল্পনা শুরু হয়েছিল তৃণমূলেও যোগ দিতে পারেন তিনি৷ যদিও তিনি যে তৃণমূলে যাচ্ছেন না তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন শান্তনু৷