CAA-র বিরুদ্ধে গান-কবিতা লিখলেন মমতা, ‘ছিঃ ছিঃ ছিঃ…’

CAA-র বিরুদ্ধে গান-কবিতা লিখলেন মমতা, ‘ছিঃ ছিঃ ছিঃ…’

কলকাতা:  ‘ক্যা ক্যা ছিঃ ছিঃ’- নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের এই শ্লোগান এখন নেটিজেনদের মুখে মুখে ফিরছে৷ মিম হয়ে শেয়ার হচ্ছে শয়ে শয়ে৷ তবে এবার অপ্রতিরোধ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব আইনের প্রতিবাদে এই মজার শ্লোগান তাঁরই কলমে লেখা কবিতায়, তাঁরই দেওয়া সুরে সংশোধিত রূপে    প্রতিবাদী গান হয়ে ফিরবে জনগনের মুখে মুখে ‘এনআরসি ছিঃছিঃছিঃ! সিএএ ছিঃ ছিঃ ছিঃ!’

গানে কন্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন৷  স্যোশাল মিডিয়ায় জনগনের উদ্দেশ্যে গানটি পোস্ট করে মমতা লিখেছেন- ‘এদেশের মাটি ঐক্যের, সংহতির, সম্প্রীতির৷ কেন্দ্রীয় সরকারের এনআরসি-সিএএ দেশের একতার ঐতিহ্য-বিরোধী৷ বন্দুক, গুলি, আগুনে নয়, প্রতিবাদ হোক গানে-কবিতায়৷ এনআরসি-সিএএ এর বিরুদ্ধে এই গানের কথা ও সুরে আমি আমার প্রতিবাদের ভাষা ব্যক্ত করলাম৷ গেয়েছেন শিল্পী ইন্দ্রনীল সেন৷ যখন দেশ অন্ধকারে ঢেকে যায় মানুষের শিল্পীমনই খুঁজে দেয় আন্দোলনের ভাষা৷’

একের পর এক প্রতিবাদ মিছিলে পায়ে হেঁটে, একের পর এক প্রতিবাদ সমাবেশে অনর্গল বক্তৃতা দিয়ে হাজারো কাজের মাঝে তাঁর শিল্পকর্ম কিন্তু থেমে থাকেনি৷  গত ডিসেম্বর মাসেই 'নাগরিক' ও 'অধিকার' শীর্ষক দুটি কবিতায় দেশের শাসক দলের স্বৈরাচারী মনোভাবের ফলে এদেশের নাগরিকদের অবস্হা এবং অবস্থান তুলে ধরেছেন৷  এরপর ফের ৬ জানুয়ারি জনগনের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন আরো একটি প্রতিবাদী কবিতা ‘গর্জে ওঠো৷’

নিজের লেখা ‘অধিকার’ কবিতাটিকেই নিজের সুরে বেঁধে যে  প্রতিবাদী গান তৈরি করেছেন মমতা তা এবার মোদি সরকারের বিরুদ্ধে শাস্তিপূর্ণ আন্দোলনের মোক্ষম হাতিয়ার হয়ে উঠতে চলেছে তা বলাই যায়৷ তবে এই গানের মধ্যেও নিন্দুকেরা নতুন করে হাসির খোরাক খুঁজে বেড়াবেন কিনা তা সময় বলে দেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 9 =