BREAKING: ইস্যু করোনা, প্রধানমন্ত্রীকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

BREAKING: ইস্যু করোনা, প্রধানমন্ত্রীকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

 

কলকাতা: করোনা মোকাবিলায় অর্থিক সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মূলত বিনামূল্যে টিকাকরণ থেকে শুরু করে হাসপাতালের বেড, ওষুধ এবং অক্সিজেন সংক্রান্ত একাধিক ইস্যু তুলে ধরে এই চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তিনি। আজ রাজভবনের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার পর প্রথমবার সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে এই সরকারের প্রথম কাজ হবে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ। সেই প্রেক্ষিতে প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নিজের কাজ শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গের স্বার্থের কথা মাথায় রেখে কেন্দ্রের সমর্থন এবং সাহায্য প্রত্যাশা করছেন তিনি। একইসঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি সকলে মিলে একসঙ্গে সামলাবে এবং কেন্দ্র-রাজ্য সম্পর্ক আর উন্নত হবে বলে আশা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *