আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর, ভাঙা পায়েই হবে খেলা, হুঙ্কার মমতার!

আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর, ভাঙা পায়েই হবে খেলা, হুঙ্কার মমতার!

কলকাতা: আজ নন্দীগ্রাম দিবস৷ নন্দীগ্রামে আন্দোলনকে মাথায় রেখে পালিত হচ্ছে কৃষক দিবস৷ যে নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে সাফল্যের সূচনা, সেই নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারেই রাজপথে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অংশ নিলেন পদযাত্রায়৷ আহত মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে দিলেন লড়াইয়ের বার্তা৷

হাজরায় পৌঁছে সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি হুইলচেয়ারে, এই ভাঙা পা নিয়ে বাংলা ঘুরব৷ ভাঙা পায়ে খেলা হবে৷ কেননা, শারীরিক যন্ত্রণার থেকে হৃদয়ের যন্ত্রণা অনেক বড়৷ গণতন্ত্রকে রক্ষা করতে হবে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আমার জীবনে অনেক আঘাত-প্রত্যাঘাত এসেছে৷ কখনও মাথানত করিনি৷ এখনও আমার যন্ত্রণা হচ্ছে৷ চিকিৎসকরা আমাকে ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন৷  কিন্তু, আমি শুনিনি৷ এই হাজরা আমার কাছে ঐতিহাসিক স্থান৷ এখানে আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে, এই হাজরা আমাকে প্রাণে বাঁচিয়েছে৷ শেষে বলেন, নিহত বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর৷ এই ভাঙা পায়েই খেলা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =