‘আগামী মে মাসে মমতা দিদিকে আরাম দিন আর বিজেপি’কে কাজ দিন’, হুঙ্কার নাড্ডার

‘আগামী মে মাসে মমতা দিদিকে আরাম দিন আর বিজেপি’কে কাজ দিন’, হুঙ্কার নাড্ডার

কলকাতা:  বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরেই বৃহস্পতিবার সমাপ্তি ঘোষণা হল পরিবর্তন যাত্রার৷ পরিবর্তন যাত্রায় ইতি টেনে তৃণমূল সরকারকে এক হাত নিলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি৷ ঘামফুল উপড়ে পদ্ম ফোটানোর হুঙ্কার দিলেন তিনি৷ সেই সঙ্গে শোনালেন বাংলায় কেন্দ্রের অবদানের খতিয়ান৷  

আরও পড়ুন- চালকের আসনে মুখ্যমন্ত্রী! ফিরহাদকে নামিয়ে স্কুটি চালানোর চেষ্টায় মমতা

এদিন আরও একবার বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উপরে ফেলার ডাক দেন তিনি৷ নাড্ডা বলেন, তৃণমূলকে উপড়ে ফেলার অঙ্গীকার করেছে বাংলার মানুষ৷ তৃণমূলকে সরিয়ে সোনার বাংলা গড়ে তুলতে হবে৷ তিনি বলেন, বাংলার বিকাশে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদান অনস্বীকার্য৷ ইস্ট-ওয়েস্ট করিডরের জন্য ৮ হাজার ৫৭৫ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ নেপাল ও বাংলাদেশের সঙ্গে সংযোগের জন্য ৭২১ কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছে বাংলাকে৷ হাওড়া, মধুগ্রাম এবং নিউ টাউনে তিনটি সৌর বিদ্যুৎ প্রকল্পকে স্বীকৃতি দিয়েছেন নরেন্দ্র মোদী৷ 

এছাড়াও তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এসে ৪ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পকে স্বীকৃত দিয়েছেন নমো৷ বাংলার ছবি বদলে দেওয়ার কাজ তিনি শুরু করে দিয়েছেন৷ এর পর ২২ ফেব্রুয়ারি হুগলী জেলায় এসে আরও ৩ হাজার কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়ে গিয়েছেন৷ 

আরও পড়ুন-  ‘মমতাদির ভাষার বাংলা এটা নয়’! চরম আক্রমণাত্মক নাড্ডা

এদিন আয়ুষ্মান ভারত নিয়ে খোঁচা দিতে ছাড়েননি নাড্ডা৷ তিনি বলেন, ‘‘প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বলতে পারি, ভারতের ৫৫ কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকার হেলথ কভারেজ দিতে পারলে বাংলার ৪ কোটি ৬৭ লক্ষ মানুষকেও পাঁচ লক্ষ টাকার হেলথ কভারেজ দিতে পারত কেন্দ্র৷ এবং আগামী দিনে তা দেওয়া হবে৷ মে মাসে সরকার বদলাবেই৷ বাংলায় পদ্ম ফুটলে আয়ুষ্মান ভারতও এ রাজ্যে চালু করা হবে৷’’ 

এদিন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি নিয়েও সুর চড়ান নাড্ডা৷ তিনি বলেন, বাংলার ৭৩ লক্ষ কৃষক এই প্রকল্প থেকে বঞ্চিত৷ দেশের ১০ কোটি কৃষক ইতিমধ্যেই ১২ হাজার টাকা পেয়ে গিয়েছেন৷ কিন্তু পায়নি বাংলা৷  তাঁর কথায়, ‘‘আগামী মে মাসে মমতা দিদিকে আরাম দিন আর বিজেপি’কে কাজ দিন৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 11 =