বাজারে গিয়ে লক্ষণ রেখা টানলেন মমতা, দিলেন কড়া নির্দেশ

বাজারে গিয়ে লক্ষণ রেখা টানলেন মমতা, দিলেন কড়া নির্দেশ

কলকাতা:  দেশজুড়ে চলছে লকডাউন৷ স্তব্ধ স্বাভাবিক জনজীবন৷ কিন্তু রাজ্যের বিভিন্ন বাজারে এদিনও চোখে পড়ল উপচে পড়া ভিড়৷ ভবিষ্যতের আশঙ্কায় খাদ্য সংগ্রহের যেন হিড়িক পড়েছে মানুষের মধ্যে৷ প্রশাসনের তরফ থেকে বারবার অনুরোধ করা হয়েছে, মানুষ যেন  জিনিস কেনার জন্য অযথা তাড়াহুড়ো না করেন৷ কিন্তু ক্রেতাদের ভিড় কমছে না বাজারে৷ সর্বোত্রই দেখা যাচছে লম্বা লাইন৷ তাই কলকাতার বাজারগুলির হালহকিকত খতিয়ে দেখতে বৃহস্পতিবার তিনটি বাজারে সারপ্রাইড ভিজিট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন দুপুরে প্রথমেই পোস্তা বাজারে যান মুখ্যমন্ত্রী৷ বাজারে উপস্থিত মানুষদের সঙ্গে কথা বলেন তিনি৷ কেনাকাটার সময় তাঁদের নিজের মধ্যে দূরত্ব বজায় রাখার পরামর্শও দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানে চলার নির্দেশও দেন তিনি৷ তিনি বলেন, বিকেল পাঁচটা পর্যন্ত রোজ বাজার খোলা থাকবে৷ কিন্তু কেউ একসঙ্গে ভিড় জমাবেন না৷ পাশাপাশি পাইকারি সবজি বাজার খোলা রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, পাইকারি বাজার খোলা না থাকলে সমস্যার পড়বেন খুচরো বিক্রেতারা৷ তিনি এই বিষয়টি দেখার ভার দেন পুলিশ আধিকারিকদের উপর৷

পোস্তা বাজার পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী যান জানবাজারে৷ সেখানে ক্রেতাদের হুড়োহুড়ি রুখতে নিজের হাতে রাস্তার উপর ইট দিয়ে গোল দাগ কেটে দেন তিনি৷ গ্রাহকরা কীভাবে বাজারে দাঁড়াবেন, তা ছবি এঁকে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গেও৷ তাঁর এই পদক্ষেপে হতবাক পোস্তা বাজার৷ জানবাজার পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী চলে যান রফি আহমেদ কিদওয়াই রোডের বাজারে৷ লকডাউন কতটা মানা হচ্ছে সবটা নিজের চোখে যাচাই করে দেখেন তিনি৷ সেখানেও ক্রেতাদের জন্য রাস্তার উপর গোল করে জায়গা চিহ্নিত করে দেন মুখ্যমন্ত্রী৷ বিক্রেতাদের বলেন, করোনা সংক্রমণ থেকে বাঁচতে তাঁরা যেন দূরত্ব বজায় রেখে বাজারে বসেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + ten =