গঙ্গাসাগরে মানতে হবে কোভিড বিধি, প্রশাসনকে কড়া নির্দেশ মমতার

গঙ্গাসাগরে মানতে হবে কোভিড বিধি, প্রশাসনকে কড়া নির্দেশ মমতার

 

কলকাতা: মানুষের আবেগের কথা ভেবে এবছর অতিমারী পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দেওয়া হলেও সেখানে যাতে কোভিড বিধি মান্য করা হয় তা নিশ্চিত করতে প্রশাসনকে কড়া নির্দেশ মমতার৷ একইসঙ্গে গঙ্গাসাগরে গিয়ে যদি কারোর কিছু হয় তাহলে রাজ্য সরকারের তরফে বিশেষ বিমার কথা এদিন বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমা পাওয়া যেতে পারে। কলকাতার আউটরাম ঘাট সংলগ্ন শিবির থেকে সোমবার গঙ্গাসাগর মেলার সূচনা করে তিনি। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক কিছু বন্ধ হয়ে গেলেও তার সরকার কোনও কিছু বন্ধ করার পক্ষপাতি নয়। গঙ্গাসাগর মেলার সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে। সে কারণে সব রকমের সাবধানতা অবলম্বন করে মানুষকে পুণ্য লাভের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে এদিন জানান মমতা। একইসঙ্গে মেলায় যাতে কোভিড বিধি পুরোদস্তুর মানা হয় প্রশাসনকে সেই নির্দেশও এদিন দেন মুখ্যমন্ত্রী৷ গঙ্গাসাগরগামী সমস্ত বাসে যাতে সমস্ত পুণ্যার্থীদের জন্য যাতে মাস্ক এবং স্যানিটাইজার এর ব্যবস্থা রাখা হয় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। সাগরের পথে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর একটি করে হেল্প ডেস্কও তিনি চালু করতে বলেছেন। 

 করোনা অতিমারীর জেরে যেসব মানুষ এবার সাগরে আসতে পারবেন না তাদের জন্য রাজ্য সরকার ই- স্নানের ব্যবস্থা করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে মানুষ মাত্র ১২৫ টাকার বিনিময়ে গঙ্গাসাগরের পবিত্র জল এবং প্রসাদ বুক করতে পারবেন মানুষ।  এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টরা স্বামী বিবেকানন্দর জন্ম দিবসের প্রাক্কালে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর এবং উত্তর কলকাতা কাশীপুরে দুটি নতুন দমকল কেন্দ্রেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 9 =