বাংলার কৃষকদের জন্য ১৮ হাজার টাকা করে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা

বাংলার কৃষকদের জন্য ১৮ হাজার টাকা করে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা

কলকাতা: ক্ষমতায় আসার পর ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে বাংলার কৃষকদের জন্য চাইলেন পিএম কিষাণ প্রকল্পের সঠিক রুপায়ন। পশ্চিমবঙ্গের ২২ লক্ষ কৃষককে ১৮ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়ে নমোকে চিঠি দিলেন মমতা। গত দুই মাসে নরেন্দ্র মোদী ভোট প্রচারে বাংলায় এসে প্রতিবারই অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলায় পিএম কিষাণ প্রকল্প চালু হতে দেয়নি। তার ফলে বাংলার চাষিরা দু’বছরে ১২ হাজার টাকা করে অনুদান থেকে বঞ্চিত হয়েছে। এবারে সেই টাকাই পাঠানোর কথা চিঠিতে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। 

ভোটের প্রচারে বিজেপি বারবার করে প্রতিশ্রুতি দিয়েছিল যে, ক্ষমতায় এলে বাংলার প্রত্যেক চাষীর ব্যাংক অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হবে। গেরুয়া শিবিরের নির্বাচনী ইশতেহারেও এর উল্লেখ ছিল। কিন্তু ভোটে গো-হারা হেরে বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে বিজেপির। কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই রাজ্যের চাষীদের জন্য পিএম কিষাণ প্রকল্প বাস্তবায়িত করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানান, “সাম্প্রতিককালে আপনি রাজ্য সফরে এসে বারবার করে বলেছেন বাংলার প্রতিটি কৃষককে ১৮ হাজার টাকা করে দেবেন। প্রতিশ্রুতি মত আপনার সংশ্লিষ্ট মন্ত্রককে বাংলার ২১.৭৯ লক্ষ কৃষকের জন্য ১৮ হাজার টাকা করে অনুমোদন করতে বলুন।”

তিনি আরও জানিয়েছেন, “কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পে রাজ্যের সব চাষিরা এই সুবিধা পাবেন না। ভাগ চাষী ও বর্গাদার চাষীদের জন্য এই অনুদান দেওয়ার উল্লেখ নেই কেন্দ্রীয় প্রকল্পে। কিন্তু রাজ্য সব কৃষককেই আর্থিক অনুদান দেয়। ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যের ৫৭.৬৭ লক্ষ চাষের জন্য এই প্রকল্পের খাতে ১৪৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মৃত কৃষকদের পরিবারকে মোট ২৪২ কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছে। বাংলার ২৭.৭৯ লক্ষ কৃষক কেন্দ্রের পোর্টালের নাম নথিভুক্ত করেছেন। তার মধ্যে ১৪.৯১ লক্ষ কৃষকের নাম ভেরিফাই করা হয়ে গিয়েছে। এখন তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দিলেই হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =