Aajbikel

UNESCO-র বিশ্ব হেরিটেজ তকমা শান্তিনিকেতনকে, ‘অত্যন্ত গর্বের’, বার্সেলোনায় বললেন মমতা

 | 
মমতা

বার্সালোনা: কবিগুরুর শান্তিনিকেতনকে বিশ্ব হেরিটেজের তকমা দিল ইউনেস্কো! নিজের টুইটার হ্যান্ডেল থেকে এই ঘোষণা করে ইউনেস্কো।বার্সেলোনায় প্রবাসী বাঙালি-অবাঙালীদের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি৷ এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “শান্তিনিকেতনকে ইউনেস্কোর স্বীকৃতি অত্যন্ত গর্বের।” সেই সঙ্গেই প্রবাসীদের বাংলায় আসার আহ্বানও জানান তিনি।

রবিবার দুপুরে মাদ্রিদ থেকে ট্রেনে বার্সেলোনার উদ্দেশে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে পৌঁছেই প্রবাসীদের সঙ্গে মিলন অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেই অনুষ্ঠানেই উঠে আসে শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেওয়ার প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী জানান, শান্তিনিকেতনের এই স্বীকৃতি বাংলার গর্ব। তিনি গর্বিত। যদিও এই খবর পাওয়া মাত্র টুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা৷ 

প্রবাসী বাঙালিদের সঙ্গে আলাপচারিতার মাঝেই প্রবাসীদের বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সংস্কৃতির প্রসঙ্গ উত্থাপন করার পাশাপাশি একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। বলেন, বাংলায় এখন অনেক বদলে হয়েছে। ৩৪ বছরের সঙ্গে এর কোনও মিল নেই। এদিকে, এই খবর পাওয়ার পরেই ইউনেস্কোর করা ট্যুইট রিপোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘সারা বিশ্বের বাঙালিদের জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও আদর্শকে ধারণ করে বাংলা চিরদিন আশার আলো হয়ে থাকুক।’

Around The Web

Trending News

You May like