আদিবাসি পাড়ায় গিয়ে খুন্তি নাড়লেন মুখ্যমন্ত্রী, শুনলেন মহিলাদের সমস্যার কথা!

আদিবাসি পাড়ায় গিয়ে খুন্তি নাড়লেন মুখ্যমন্ত্রী, শুনলেন মহিলাদের সমস্যার কথা!

 

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: মঙ্গলবার বোলপুরে রোড শো করেছেন তৃণমূল সুপ্রিমো৷ আজ তার ফিরে আসার কথা কলকাতায়৷ কিন্তু তার আগে হঠাত্ই বোলপুর সংলগ্ন বল্লভপুরের আদিবাসী গ্রামে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেখা করলেন আদিবাসী মহিলাদের সঙ্গে৷ শুনলেন তাদের অভাব অভিযোগের কথা৷ একইসঙ্গে তাদের বোঝালেন ‘দুয়ারে সরকার’ কর্মসূচির সুযোগ-সুবিধার কথাও। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত হলেন গ্রামের মানুষেরা৷

শুধু তাই নয় এদিন ওই আদিবাসী গ্রামে পৌঁছনোর পর এলাকার একটি দোকানে ঢুকে পড়েন মমতা। সেখানে সেই সময় রান্নাবান্না চলছিল। একেবারে ঘরের মেয়ের মতো ওই দোকানে খুন্তি দিয়ে নেড়ে দেন আলু বরবটির তরকারি। খেলেন চাও। এদিন তাঁর সঙ্গে ছিলেন অনুব্রত মণ্ডলও৷

বুধবার বেলা ১২ টা নাগাদ সোনাঝুড়ির হাট পেরিয়ে বল্লভপুর গ্রামে ঢোকে মুখ্যমন্ত্রীর গাড়ি৷ সেখানে বাস করে বেশ কিছু আদিবাসী পরিবার৷ মুখ্যমন্ত্রীকে দেখে যে যেথানে ছিলেন, যা কাজ করছিলেন সেই সব ছেড়ে ছুটে আসেন তারা৷ গ্রামের আদিবাসী মহিলারা কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে৷ তারা জানান, তাদের বাড়িতে শৌচালয় না থাকায় চরম সমস্যায় পড়েন তারা৷ তাদের কথা মন দিয়ে শোনেন মু্খ্যমন্ত্রী৷ জানান, আস্তে আস্তে সব হয়ে যাবে৷ গ্রামের কিছু মানুষ মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, পানীয় জলের সমস্যা রয়েছে গ্রামে৷ একটাই পুকুরে সারতে হয় সব কাজ৷ যা শুনে জেলাশাসককে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন মমতা৷  

গ্রামবাসীদের দেখা সাক্ষাতের পর সেখান থেকে হেলিকপ্টারে চড়ে সোজা কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, প্রথমে ডুমুরজলা স্টেডিয়ামে নামবেন তিনি। সেখান থেকে সোজা যাবে নবান্নে।গত নির্বাচনে আদিবাসীদের সমর্থন কিছুটা হলেও হারিয়েছিল ঘাসফুল৷ সে কারণে বাঁকুড়ার পর বীরভূম সফরেও আচমকা আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রীর এই সফর বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *