অনেক কারসাজি করেছ, জানলে আগেই তাড়াতাম, রাজীবকে ঝাঁঝাল আক্রমণ মমতার

অনেক কারসাজি করেছ, জানলে আগেই তাড়াতাম, রাজীবকে ঝাঁঝাল আক্রমণ মমতার

ডোমজুড়: শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে মীরজাফর বলে বারবার আঘাত করার চেষ্টা হয়েছে৷ এর পর রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার পর সেই সারিতে বসেই তাঁকে বিঁধতে শুরু করে শাসক দল৷ আজ হাওড়ায় রাজীবগড় ডোমজুড়ে গিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একজন গদ্দার, মীরজাফরকে এখানে প্রার্থী করার জন্য ডোমজুড়ের মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি৷ 

আরও পড়ুন- ‘রোজ হিন্দু-মুসলিম করেন, মোদীর বিরুদ্ধে কটা কমপ্লেন হয়েছে?’ প্রশ্ন মমতার

এদিন মমতা বলেন, ‘‘এই গদ্দার, মীরজাফর জনগনের টাকা মেরেছে৷ আমি যে চাকরিগুলি করে দিয়েছি, সেখানেও কারসাজি করেছে৷ প্রথমে উনি সেচমন্ত্রী ছিলেন৷ সেই সময় ওঁর নামে কিছু অভিযোগ আসে৷ এর পরেই ওঁকে বন দফতরে পাঠিয়ে দিই৷  কিন্তু ও আমাকে কী বলেছিল জানেন? আমাকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেওয়া হোক৷ মানে টাকাটা আরও ভালো করে ঝারবে আর কি! কমিশনটা বেশি করে খাবে৷’’ 

খোঁচা দিয়ে মমতা আরও বলেন, এখানে একজন গদ্দারকে দেওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী৷ আসলে দেখতে ফর্সা, লম্বা৷ কী করে বুঝব যে তাঁর ভিতরে এত প্যাঁচ, এত গদ্দারি লুকিয়ে রয়েছে৷ তাঁর তোপ,কলকাতা থেকে দুবাই কত সম্পত্তি করেছ, আগে সেই জবাব দাও৷ তারপরে ভোট চাও৷ মমতা বলেন, আগদে জানতে পারলে অনবেক আদেই তাঁকে সরিয়ে দিতেন তিনি৷ তাঁর কথায়, ডোমজুড়ের প্রার্থী কল্যাণ ওঁর মতো দেখতে সুন্দর নয়৷ কিন্তু কেউ মার খেলে ও ঝাঁপিয়ে পরবে৷ আগুন লাগলে ও আগুনটা নেভাতে যাবে৷ কোনও মানুষ বিপদে পড়লে বাঁচাতে যাবে৷ 

আরও পড়ুন- বাংলাতেও ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ করতে চান যোগী, প্রচারে এসে ঘোষণা

এখানেই শেষ নয়৷ আরও বিঁধে তৃণমূল নেত্রী বলেন, উনি এখন রবীন্দ্র সঙ্গীত গাইছেন৷ ক্যাসেট বার করছেন৷ গান করার অনেক লোক আছে৷ আগে নীল ডাউন হয়ে মানুষের কাছে ক্ষমা চাও৷ সব যদি উনি করে থাকেন, তাহলে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন ছিল না৷ এই ডোমজুড়ে আপনারাই গদ্দারকে পরাজিত করবেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =