কালনা: কালনার জনসভা থেকে দলত্যাগী নেতাদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁদের দুষ্টু গরু বলে কটাক্ষ করলেন তিনি৷ তাঁর কথায়, ‘‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো৷’’
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই সুনীল-বিশ্বজিৎ-কে নিরাপত্তা, প্রত্যাখ্যানে বাড়ল ধোঁয়াশা
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কয়েকটা দুষ্টু গরু বেশ কয়েকদিন ধরেই নিজেদের দুর্নীতি চাপা দেওয়ার জন্য ইধার-উধার করে বেড়াচ্ছে৷ তাঁরা চলে গিয়ে ভালোই হয়েছে৷ পাপ বিদায় নিয়েছে৷’’ তিনি আরও বলেন, ‘‘যাঁরা তৃণমূলে থেকে দলেরই খারাপ করেছে, তাঁদের খাকার কোনও প্রয়োজন নেই৷ যাঁরা মানুষের কাজ করবে, কেবল তাঁরাই তৃণমূল কংগ্রেস করবে৷ তাই একটা-দুটো দুষ্টু গরু নিজের দুর্নীতি ঢাকতে কোথায় চলে গেল তা নিয়ে ভাবার প্রয়োজন নেই৷’’
তিনি বলেন, মা খাইয়ে দাইয়ে ছেলেদের লালন পালন করে৷ কিন্তু মা অসুস্থ হয়ে পড়লে বা মায়ে প্রয়োজনে যাঁরা বিশ্বাসঘাতকের মতো পালিয়ে যায়, তাঁরা কুসন্তান৷ আর বিজেপি ওঁদেরই নিয়েছে৷ তোপ দেগে তিনি আরও বলেন, বিজেপি কোনও ধর্মই জানে না৷ বড় গলায় তাঁরা হিন্দু ধর্মের কথা বলে৷ কিন্তু সেই ধর্ম সম্পর্কেও তাঁদের কোনও ধারনা নেই৷ এখানে এসে চৈতন্যদেবের নামে ভুল তথ্য দিয়েছে৷ স্বামী বিবেকানন্দকে বলা হচ্ছে বিবেকানন্দ ঠাকুর৷ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিজেপি৷ আজও মানুষ জানতে পারল না নেতাজি সুভাষ চন্দ্র বোসের মৃত্যু দিবস কবে৷ আর কোনও দিন কি তাঁরা দুর্গাপুজো, কালিপুজো করেছেন? বিজেপি কোনও ধর্মকেই সম্মান দিতে জানে না৷
আরও পড়ুন- ফের পুলিশি বাধায় থমকাল বিজেপি’র রথ, মধুপুরে মোতায়েন বিশাল বাহিনী
একুশের নির্বাচনে যেন অন্যতম তাস হয়ে উঠেছে কৃষক সমাজ৷ বিজেপিকে ঠুঁকেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কৃষকদের কৃষি জমি করমুক্ত করে দেওয়া হয়েছে৷ তাঁদের শস্যবিমা দেওয়া হয়েছে৷ যার জন্য কৃষককে কোনও টাকা দিতে হয় না৷ সবটাই দেয় রাজ্য সরকার৷ প্রাকৃতিক দুর্যোগে জমি নষ্ট হয়ে গেলে তাঁদের পাশে থাকে রাজ্য সরকার৷ আম্পান তার অন্যতম উদাহরণ৷
এছাড়াও তিনি জানান, কালনাকে নবদ্বীপ ও শান্তিপুরের সঙ্গে যুক্ত করার জন্য এগারোশ কোটি কাটার সেতুর প্রস্তাব দেওয়া হয়েছে৷ এই সেতু তৈরি হলে অনেক কম সময়ে কলনা থেকে শান্তিপুর নবদ্বীপ পৌঁছে যাওয়া যাবে৷ এছাড়াও ইস্কনের নতুন মন্দির তৈরির জন্য ৭০০ একর জমি দেওয়া হয়েছে৷ নবদ্বীপকে হেরিটেজ শহর করা হবে বলেও জানান তিনি৷