বিজেপির মতো মহামারী দেখিনি, যেভাবে হোক ক্ষমতা দখল করাই ওদের লক্ষ্য: মমতা

বিজেপির মতো মহামারী দেখিনি, যেভাবে হোক ক্ষমতা দখল করাই ওদের লক্ষ্য: মমতা

 

কলকাতা: বিজেপিকে কড়াভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিজেপিকে অতিমারীর সঙ্গে তুলনা করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন সবাই কোভিডে মরে গেলেও পরোয়া করে না বিজেপি। যেমন করে হোক ক্ষমতা দখলই তাদের মূল লক্ষ্য। তিন বলেন বাংলায় রাজনীতি করতে গেলে একটু ভদ্রতা, সভ্যতা, ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা মেনে চলতে হয়।

তিনি বলেন আজেবাজে বা অসংলগ্ন কথা তৃণমূল বলে না। তিনি বিজেপিকে অসুরের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন বিজেপি রূপী অসুরদের দলন করতেই মা দুর্গা এই মর্ত্যে আসেন। সামনেই বিধানসভা নির্বাচন। তাই রাজনীতির কঠিন লড়াই এখন সর্বত্র। এদিন দলীয় মুখপাত্র জাগো বাংলার শারদীয়া সংখ্যার উদ্বোধনে তাই অন্যান্য বক্তব্যের পাশাপাশি রাজনৈতিক বক্তব্যও ঝালিয়ে নিলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে বিজেপির উত্থানে যে তিনি যথেষ্ট চিন্তায় এবং অস্বস্তিতে পড়েছেন তা তাঁর এই বক্তব্যেই পরিষ্কার। তিনি রাজ্যের অন্যান্য সঙ্কটের সঙ্গে বিজেপির নাম উচ্চারণ করে বুঝিয়ে দেন রাজ্যের দ্বিতীয় বৃহত্তন শক্তি হিসেবে বিজেপিকে নিয়ে তিনি ভাবছেন। নানারকম কথার মোড়কে তিনি বিজেপিকে আক্রমণ করলেও আসলে তাঁর কথা পিছনে যে তীব্র রাজনৈতিক চিন্তা রয়েছে তা কিন্তু দাবি করছেন রাজনীতির কারবারিরা।

এদিন মুখ্যমন্ত্রী করোনা প্রোটোকল মেনে বাড়িতে বসেই উৎসব পালনের ডাক দেন। রাজ্যের মানুষকে ভিড় এড়িয়ে দুর্গাপুজো পালন করার ডাক দেন। এমনকি বিজয়া করার জন্য একে অন্যের বাড়িতে না হিয়ে বাড়িতে বসেই বিজয়া সম্ভাষণ করতে বলেন। তিনি বলেন সংক্রমণ বাড়ছে তাই বেরোলেও মাস্ক ছাড়া যেন কেউ না বেরোন। পুজো কমিটিগুলিকে ভিড় এড়ানোর ডাক দেন।

এমনকি বারবার সংবাদমাধ্যমকে বলেন যেন ভিড়ের ছবি না দেখানো হয়। প্রশ্ন উঠছে ভিড়ের ছবি না দেখালেই কি ভিড় এড়ানো সম্ভব? তবে এদিনের সভায় বারবার করোনা সংক্রান্ত সচেতনতা তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায়। ক্লাব এবং প্রশাসনকে তিনি বলেন দুর্গাপুজোর প্রতিদ্বন্দ্বিতা মণ্ডপ বা প্রতিমার নয় প্রতিদ্বন্দ্বিতা হোক কোভিড রুল মানার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *