মালদহে রাহুল, সেখান থেকেই জোট বার্তা মমতার, বললেন, ‘একটাও আসন দেব না’

মালদহে রাহুল, সেখান থেকেই জোট বার্তা মমতার, বললেন, ‘একটাও আসন দেব না’

mamata

কলকাতা: জোট নিয়ে বাংলায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে যে জট পেকেছে, তা এত সহজে ছাড়বার নয়৷  বুধবার আরও একবার তা স্পষ্ট করে দিলেন তৃণমূল  সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাহিল গান্ধী তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে যখন মালদহে, তখন সেখানে দাঁড়িয়েই কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন তিনি। জানালেন, তিনি কংগ্রেসকে একটাও আসন ছাড়বেন না। 

বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেন, ‘‘আমি কংগ্রেসকে বললাম, তোমাদের কোনও বিধায়ক নেই, আমি মালদহে দুটি আসন দিচ্ছি৷ আমরাই জিতিয়ে দেব। কিন্তু ওরা বলল, সেটা হবে না। আমাদের আরও চাই। আমি বললাম, একটা আসনও দেব না। তুমি আগে সিপিএমের সাথ ছাড়ো’।  মমতা আরও বলেন, ‘সিপিএম আমাকে মাথা থেকে পা পর্যন্ত মেরেছিল। আমি সিপিএমকে কোনও দিন ক্ষমা করব না।’’ এর পরেই তাঁর সংযোজন, এরা সিপিএমের সঙ্গে ঘর করে, বিজেপির সঙ্গেও ঘর করে। তাই ওদের কাউকেও তিনি ক্ষমা করতে পারবেন না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 7 =