মুসলিমদের সঙ্গে দাঙ্গা বাঁধাতেই ওবিসি সার্টিফিকেট ক্যানসেল করেছে, বিস্ফোরক মমতা

কলকাতা: ২০১০ সালের পর থেকে রাজ্যে অন্যান্য অনগ্রস শ্রেণি হিসাবে যাঁরা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন সেই সব শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের ওই রায়ের…

কলকাতা: ২০১০ সালের পর থেকে রাজ্যে অন্যান্য অনগ্রস শ্রেণি হিসাবে যাঁরা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন সেই সব শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের ওই রায়ের নেপথ্যে বিজেপি-সিপিএমের ইন্ধন দেখছেন মুখ্যমন্ত্রী। সে কথা আগেই উল্লেখ করেছিলেন৷ এবার রায়দিঘির নির্বাচনী সভা থেকে এ ব্যাপারে আরও বড় অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, ‘‘মুসলিমদের সঙ্গে তপশিলিদের দাঙ্গা লাগাতেই ওবিসি সার্টিফিকেট ক্যানসেল করা হয়েছে। ভোটের মধ্যে ওরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে।”

 

মমতা আরও বলেন, ‘‘সংবিধানে তপশিলিদের সংরক্ষণের কথা বাবা সাহেব আম্বেদকর বলে গিয়েছেন। এই অধিকার বাতিল করার ক্ষমতা কারও নেই। মোদীবাবু, অমিত শাহ আর ওদের বন্ধু সিপিএমকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *