কলকাতা: ২০২৪-এ লোকসভা ভোট নিয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একুশে জুলাইয়ের সভামঞ্চে দাঁড়িয়ে তাঁর দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি৷ তিনি আরও বলেন, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেই ঐক্যবদ্ধ হবে বিরোধীরা৷ সামনে আরও বড় লড়াই৷ রাজ্যের সীমানা পেরিয়ে গোটা দেশে। একুশের মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে বৃহত্তর পরিসরে সেই লড়াইয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সুর চড়িয়েই তিনি বলেন, ‘২০২১ সালে বাংলায় পেরেছি, ২০২৪ সালে দেশেও পারব। বিজেপিকে হারাব।’
আরও পড়ুন- নেতার জলের বোতল বইলেই পঞ্চায়েতের টিকিট মিলবে না, বার্তা অভিষেকের
এদিন সভামঞ্চ থেকে কর্মী–সমর্থকদের উদ্দেশে দলনেত্রীর স্লোগান, ‘লোকসভায় একটিও আসন বিজেপিকে জিততে দেওয়া যাবে না। তাই গ্রামবাংলায় স্লোগান তুলুন, বিজেপি হঠাও, দেশ বাঁচাও। জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক। চব্বিশে বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো। আমি চাই, ভারতে একটা আদর্শ রাজনৈতিক দল থাকুক, তার নাম তৃণমূল কংগ্রেস।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>