মানুষের সঙ্গে প্রতারণা করেছে, কংগ্রেসের উপর ভরসা করা যাবে না, একহাত মমতার

মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে কংগ্রেস ছেড়ে দিয়েছিলাম

 কলকাতা: জানবাজারে কালি পুজোর উদ্বোধনে গিয়ে বিজেপি’কে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ চাঁচাছোলা ভাষায় বিঁধলেন  কংগ্রেসকে৷ তিনি বলেন, কংগ্রেস বাংলায় আমাদের বিরুদ্ধে প্রতিটি আসনে লড়াই করার পর কী করে আশা করে অন্য রাজ্যে আমরা ওদের সমর্থন করব৷ নীতি সব জায়গায় একই হয়৷ আমারাও এক সময় কংগ্রেস করতাম৷ মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে কংগ্রেস ছেড়ে দিয়েছিলাম৷ 

আরও পড়ুন- পোড়ানো যাবে পরিবেশবান্ধব বাজি! কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ শীর্ষ আদালতের

তিনি আরও বলেন, আমরা ইউপিএ ছেড়ে চলে এসেছিলাম৷ কারণ প্রতিদিন গ্যাসের দাম বাড়ত বলে৷ আমরা সিদ্ধান্ত নিতে পারি৷ তাই ইস্তফা দিয়ে চলে আসি৷ ওঁরা সিদ্ধান্ত নিতে পারে না বলেই সিপিএমের হাত ধরেছে৷ এনডিএ-এর সঙ্গেও আমরা জোট বেঁধেছিলাম৷ কিন্তু আমাদের শর্ত ছিল কোনও ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে না৷ যেদিন থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন সেদিন থেকে কংগ্রেস কোনও লড়াই করেনি৷ আমি সব জায়গায় যেতে বাধ্য হচ্ছি৷ কারণ কংগ্রেসের উপর নির্ভর করা যাবে না৷ কংগ্রেস সমঝোতা করে৷ আমাদের মৃত্যু হলেও আমরা বিজেপি’কে আর শক্তিশালী হতে দেব না৷ এটাই আমাদের প্রতিশ্রুতি৷ 

কংগ্রেসকে বিঁধে তিনি আরও বলেন, কেউ সত্যি কথা বলেন৷ আর কেউ সামনে এক পিছনে অরেক কাজ করেন৷ সমঝোতা করে চলে৷ এর পরেই তিনি বলেন, যাঁরা প্রতিদিন গ্যাসের দাম বাড়ায়, পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় তাঁদের বিরুদ্ধে আমরা লড়ব৷ ত্রিপুরায় মানুষ যেতে পারে না৷ গেলেই আক্রমণ হচ্ছে৷ উত্তরপ্রদেশে-অসমে কাউকে ঢুকতে দেওয়া হবে না৷ গোয়ায় আমাকে কালো পতাকা দেখানো হয়েছে৷ গো ব্যাক বলা হয়েছে৷ আমি গো ব্যাক করতে যায়নি ওদের ওখান থেকে তাড়াতে গিয়েছি৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =