Aajbikel

মন্ত্রিসভার রদবদলের প্রস্তাব দিয়ে চিঠি মমতার, সই করেননি রাজ্যপাল

 | 
মমতা আনন্দ বোস

 কলকাতা: রাজ্য মন্ত্রিসভার সামান্য রদবদল চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সূত্রে খবর, নতুন করে কোনও মন্ত্রী শপথ গ্রহণ করবেন না। শুধুমাত্র দফতর বদল করা হবে। রদবদল সংক্রান্ত বিষয়টি জানিয়ে তিনদিন আগে রাজভবনে চিঠি পাঠিয়েছিল নবান্ন। কিন্তু, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাতে সই করেনননি৷ তিনি ফাইল ঝুলিয়ে রেখেছেন বলেই অভিযোগ। সূত্রের খবর, রদবদলের প্রস্তাবে রাজ্যপালের সাক্ষর না করা নিয়ে ঘরোয়া আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘উনি ক্ষমতা দেখাচ্ছেন, দেখি কতদূর যেতে পারেন।’

একের পর এক ইস্যুতে সংঘাতে জড়িয়েছে রাজভবন ও নবান্ন। উপাচার্য নিয়োগ থেকে পঞ্চায়েত ভোটে গ্রাম বাংলার অশান্তি- বিভিন্ন ইস্যুতে দেখা দিয়েছে তাদের তরজা৷ রাজ্যপালের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আবার অনেক ক্ষেত্রে  রাজ্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস।


সম্প্রতি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শুরু হয়েছে দুই পক্ষের চাপানউতোর৷ রাজ্যের অভিযোগ, সরকারের সঙ্গে আলোচনা না করেই এক তরফা সিদ্ধান্ত নিচ্ছেন রাজ্যপাল। রাজ্যের একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে চলেছেন তিনি৷ এক তরফা ভাবে বিজ্ঞপ্তি জারি করছে রাজভবন। এই নিয়ে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এই আবহেই পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস করানো নিয়ে বিধানসভায় প্রস্তাব আনে রাজ্য সরকার। সেই প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল যদি সই না করেন, তাহলেও ১ বৈশাখ বাংলা দিবস পালন করা হবে। এবার মন্ত্রিসভার রদবদল নিয়ে নতুন করে শুরু হল নবান্ন ও রাজভবনের সংঘাত।


 

Around The Web

Trending News

You May like