নন্দীগ্রামে এখনও পিছিয়ে মমতা, পিছিয়ে রাজীব, রুদ্রনীল

নন্দীগ্রামে এখনও পিছিয়ে মমতা, পিছিয়ে রাজীব, রুদ্রনীল

78482d34fcabd1e1ec9d9476c2199608

 

কলকাতা: শুরু হয়েছে ভোট গণনা। রবিবার সকাল ৮টা থেকে চলছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। প্রথম দু’ঘণ্টা গণনা শেষে যা দেখা যাচ্ছে তাতে তৃণমূল এগিয়ে রয়েছে ১৪৯টি আসনে এবং বিজেপি এগিয়ে রয়েছে ৭৭টি আসনে।

তৃতীয় রাউন্ডে গননা শেষেও আশ্চর্যজনকভাবে পিছিয়ে রয়েছেন নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া ডোমজুড় কেন্দ্রে তারই একসময়ের সহকারী বর্তমানের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন। শিলিগুড়ি কেন্দ্রে পিছিয়ে রয়েছেন সংযুক্ত মোর্চার সমর্থিত বাম প্রার্থী অশোক ভট্টাচার্য্য। দক্ষিণ ২৪ পরগনার বাম দুর্গ যাদবপুর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। পিছিয়ে রয়েছেন শালবনী কেন্দ্রের ডাকাবুকো বামনেতা সুশান্ত ঘোষও। কামারহাটি কেন্দ্র পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পিছিয়ে রয়েছেন।

তারকা প্রার্থীদের মধ্যে পিছিয়ে রয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। কৃষ্ণনগর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন। একুশের নির্বাচনে বিজেপির অন্যতম বড় তারকা মুখ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী রুদ্রনীল ঘোষ পিছিয়ে রয়েছেন। হাওড়া শ্যামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী পিছিয়ে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *