কৃষি আইন প্রত্যাহার হতেই টুইটে শুভেচ্ছা বার্তা মমতা-রাহুলের, টুইট করল বামেরাও

কৃষি আইন প্রত্যাহার হতেই টুইটে শুভেচ্ছা বার্তা মমতা-রাহুলের, টুইট করল বামেরাও

6e7b8b0e838f1fd685f6c972661efd84

কলকাতা:  গত বছর সংসদের পাশ হয় তিনটি বিতর্কিত কষি আইন৷ কিন্তু আইন পাশ হওয়ার পরেই তা প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন কৃষকরা৷ দীর্ঘ আন্দোলনের পর আজ জাতির উদ্দেশে ভাষণে বিতর্কিত তিন আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর পরেই দেশের কৃষকদের অভিনন্দন জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- পাহাড় থেকে হু হু নামছে জল! ধসের আতঙ্কে তিরুমালার মন্দিরে আটকে পড়া পুণ্যার্থীরা

তিনি লিখেছেন, এই জয় কৃষকদের। পাশাপাশি কেন্দ্র পিছু হঠায় আন্দোলনের জয় দেখছেন বিরোধীরা। রাজ্যের শাসক দলের কথায়, এটা গণতন্ত্রের জয়৷ এদিকে আজ টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘বিজেপি কৃষকদের প্রতি নৃশংস আচরণ করেছে। এর বিরুদ্ধে  নিরন্তর লড়াই চালিয়ে যাওয়া প্রত্যেক কৃষককে আমার হার্দিক অভিনন্দন। এটা আপনাদের জয়।’’ তিনি আরও লেখেন, ‘‘এই লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আমার শ্রদ্ধা।’’ 

কৃষি আইন প্রত্যাহার করতেই টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ তিনি লেখেন, দেশের অন্নদাতারা সত্যাগ্রহ আন্দোলনে সরকারের মাথা নত করে দিয়েছে৷ অন্যায়ের বিরুদ্ধে এই জয়ে শুভেচ্ছা৷’’ শেষে লিখেছেন, ‘জয় হিন্দ, জয় হিন্দ কা কিষাণ’৷ এদিন রাহুলের পুরনো একটি টুইটও ভাইরাল হয়েছে৷ সেখানে তিনি বলেছিলেন, ‘‘কৃষকরা যে আন্দোলন করছে তাতে আমি অত্যন্ত গর্বিত৷ কৃষকদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে৷ আগামী দিনেও তাঁদের পাশে থাকব৷ আমি তাঁদের ইস্যুগুলিকে পঞ্জাবে তুলে ধরব৷ আমার কথা মনে রাখবেন, সরকারকে একদিন কৃষি আইন প্রত্যাহার করে নিতে হবে৷’’

পাশাপাশি কৃষকদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে রাজ্য সিপিআইএম৷ তাঁরা লিখেছে, ‘‘এসকেএম এবং লক্ষ লক্ষ আন্দোলনরত কৃষকদের উষ্ণ অভিনন্দন জানায় সিপিআইএম৷ এসকেএম-এর নেতৃত্বে কৃষক আন্দোলনের বড় জয়৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *