‘মালদহে কি হাত খালি থাকবে আমাদের?’ আসন নিয়ে আক্ষেপ মমতার

‘মালদহে কি হাত খালি থাকবে আমাদের?’ আসন নিয়ে আক্ষেপ মমতার

মালদহ: রায়গঞ্জে জনসভা করার পর এদিন মালদায় ফের জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি মালদায় তৃণমূল কংগ্রেসের অবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে আক্ষেপ করেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে মালদা কিছুই দেয়নি তৃণমূল কংগ্রেসকে। সেই প্রেক্ষিতে কথা বলতে গিয়ে জনসভায় আগত সবাইকে প্রশ্ন করেন মমতা, “মালদায় কি হাত খালি থাকবে আমাদের?”

এই প্রসঙ্গে মমতা আরো বলেন, ”গত ৩০ বছর ধরে মালদহ আসছি। মালদায় অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু মালদহে কোনও আসন নেই, এই কারণে দুঃখ পাই। মালদহে কি হাত খালি থাকবে আমাদের? এবার আমি শূন্য হাতে ফিরে যেতে আসেনি।” তাঁর কথায়, মালদহে লোকসভায় তৃণমূল কংগ্রেস শূন্য, বিধানসভাতেও কেউ নেই বললেই চলে। নির্বাচন আসলেই অংকটা অন্য হয়ে যায়। নির্বাচন আসলেই কংগ্রেস, সিপিএম এবং বিজেপি ভাগাভাগি করে নেয় বলে দাবি তাঁর। সঙ্গে বলে, এদিকে তৃণমূল কংগ্রেস একেবারে শূন্য হাতে ফিরে যায়। তবে মমতা স্পষ্ট করেন, ‌এবার তিনি শূন্য হাতে ফিরে যেতে আসেননি। এবার তিনি পুন্য হাতে সকলের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিতে এসেছেন। 

তিনি আরও বলেন, মালদহের জন্য অনেক কিছু করেছে সরকার কিন্তু আসন নেই বলে দুঃখ লাগে তাঁর। এরপরেই বিজেপিকে একহাত নিয়ে তিনি দাবি করেন, ওরা বারবার বাংলায় আসছে আর ভাবছে, বাংলা দখল কববে। মমতার মেরুদণ্ড ভেঙে দেবে। কিন্তু তিনি বাংলায় জিতবেনই। তার পর ভারতবর্ষকেও দেখাবেন, এই হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। রায়গঞ্জের সুরে এখানেও মমতা রথ নিয়ে বিজেপিকে একহাত নেন। বলেন, বিজেপি কোনও ধর্মকে সম্মান করে না। রথের নামে ফুর্তি করছে। সব ধর্ম সব ধর্মের মতো চলবে। যে যার নিজের নিজের ধর্ম পালন করবে বলে স্পষ্ট করেন  তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 5 =