নেতা-মন্ত্রীর সন্তানদের ঢালাও প্রশংসা মমতার! বললেন, ‘ওঁরা খুবই এফেক্টিভ’

নেতা-মন্ত্রীর সন্তানদের ঢালাও প্রশংসা মমতার! বললেন, ‘ওঁরা খুবই এফেক্টিভ’

কলকাতা:  নেতা-মন্ত্রীদের সন্তানদের ঢালাও প্রশংসা করলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, পুজার মতো বাচ্চা মেয়েও জিতে এসেছে, তাতে আমি খুব খুশী৷ ক্ষিতি দা’র মেয়ে বসুন্ধরা গোস্বামী জিতে এসেছে৷ ওঁরা কাজকর্ম, চাকরি ছেড়ে দলের হয়ে কাজ করতে এসেছে৷ সন্দীপন ও রানা দু’জনেই ইঞ্জিনিয়র৷ তাঁরাও চাকরি ছেড়ে দলের হয়ে কাজ করতে এসেছে৷ তাঁর কথায়, খুব ভালো ভালো ছেলে মেয়ে আমাদের মধ্যে রয়েছে৷ যাঁরা কাউন্সিলার হয়েছেন, তাঁরা খুবই এফেক্টিভ এবং দক্ষ৷ মমতা বলেন, আমি দেখতে চাই প্রতিটি ওয়ার্ডের মধ্যে প্রতিযোগিতা হোক৷ দেখতে চাই কে কত ভালো কাজ করতে পারে৷ 

আরও পড়ুন- কাউন্সিলরদের থেকে রিপোর্ট নেবেন মমতা! কবে, কখন, জানালেন নিজেই

এগিন মুখ্যমন্ত্রী বলেন, কথা কম কাজ বেশি করতে হবে। কাজ না করে প্রেসকে বিবৃতি দেওয়া বিজেপি-সিপিএমের কাজ। আমরা ওদের মতো হব না৷ প্রসঙ্গত, এবারের পুরভোটে লড়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খানের ছেলে ফৈয়াজ, রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা, নগরোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ ভট্টাচার্য, প্রয়াত বামনেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা। সকলেই জয়ী হয়েছেন৷ অর্থাৎ, সাফল্যের সঙ্গেই শুরু করল তৃণমূলের আগামী প্রজন্ম৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fifteen =