উর্দি পরেই সংঘর মঞ্চে মমতার পুলিশ! ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

উর্দি পরেই সংঘর মঞ্চে মমতার পুলিশ! ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

কোচবিহার: বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনী ও মাতৃশক্তির জেলা সম্মেলনের সভা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ঘিরে বিতর্ক৷

সম্প্রতি কোচবিহার জেলায় দুর্গা বাহিনীর সম্মেলন হয়৷ নাগরিকত্ব আইন চালু, জাতীয় নাগরিকপঞ্জি পক্ষে প্রচার চালানো সংগঠনগুলির মধ্যে অন্যতম হল দুর্গা বাহিনী৷ বিশ্ব হিন্দু পরিষদের মহিলা সংগঠন নামে পরিচিত এটি৷ কিন্তু সেই সংগঠনের সম্মেলনের মঞ্চে উপস্থিত কোচবিহারের এক মহিলা অফিসার৷ হিন্দুত্ববাদী সংগঠনের শীর্ষাধিকারীদে সঙ্গে একই মঞ্চে ওই পুলিশ অফিসারকে বসে থাকতে দেখা গিয়েছে৷ কোচবিহারের বিবেক তীর্থে হওয়া সম্মেলনটির ছবিতে পুলিশের মঞ্চে বসে থাকার ছবি ইতিমধ্যেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গিয়েছে৷ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া এড়িয়েছে কোচবিহারের শাসক দলের নেতারা৷ বিজেপির বিধায়ক স্বাধীন সরকার জানিয়েছেন, এই ঘটনা তিনি জানেন না৷ তবে তিনি খোঁজখবর নিয়ে দেখবেন৷

আগামী ২ এপ্রিল রামনবমী৷ এবার রাম নবমীর শোভাযাত্রায় রাম মন্দির নির্মাণের জন্য আবেগ সঞ্চারের জন্য ব্যবহার করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ৷ দুর্গা বাহিনীর মতো তাদের সবকটি সংগঠনকে এর স্বপক্ষে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে৷ দুর্গা বাহিনীর জেলা সম্মেলনগুলিতে হিন্দু প্রচার চলছে জোর কদমে৷ একইসঙ্গে নাগরিকত্ব আইন চালু করা, দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জি চালু করা পক্ষে জোর সওয়াল প্রচার চলছে৷ কিন্তু খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এর বিরুদ্ধে একের পর এক সভা মিছিল মিটিং করছেন, ঠিক তখনই স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের এক আধিকারিক বিশ্ব হিন্দু পরিষদের মতো একটি সংগঠনের সভায় হাজির হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক৷ যদিও বিশ্ব হিন্দু পরিষদের দাবি, প্রতিটি সভার ক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়েছেন তাঁরা৷ ফলে, কোচবিহারের পুলিশকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ সেই আমন্ত্রণ রেখেছিলেন মহিলা পুলিশ অফিসার৷ এতে কোনও রাজনীতির কিছুই নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =