মোদির সঙ্গে বৈঠক করে তৃণমূলের ধর্নামঞ্চে কাঁসর বাজালেন মমতা

মোদির সঙ্গে বৈঠক করে তৃণমূলের ধর্নামঞ্চে কাঁসর বাজালেন মমতা

কলকাতা: নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে করে নাগরিক আইন বিরোধী তৃণমূলের ধর্না মঞ্চে হাজির হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ সন্ধ্যায় ধর্মতলা চত্বরে তৃণমূলের ঢাকা প্রতিবাদ সভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজভবনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে সোজা ধর্মতলা তৃণমূলের প্রতিবাদ ধর্না মঞ্চে গিয়ে তৃণমূলের যুব-ছাত্রদের আন্দোলনে যোগ দেন দলনেত্রী৷ সেখান থেকেই ভাষণ দিতে পারেন মমতা৷

অন্যদিকে, সংঘাতের আবহে রাজভবনে মোদি-মমতার বৈঠক ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল বাম কংগ্রেস নেতৃত্ব৷ মোদির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নতজানু হয়েছেন আত্মসমর্পণ করলেন বলে কটাক্ষ বাম কংগ্রেসের নেতৃত্ব৷ রাজভবনে মোদি-মমতার ১৫ মিনিটের বৈঠক প্রসঙ্গে মহাম্মদ সেলিম জানান, মোদি-মমতার বৈঠক আজ প্রমাণ দিদিভাই-মোদিভাইয়ের সেটিং৷ বিজেপির বি টিম হিসাবে কাজ করছে তৃণমূল৷ গোটা দেশজুড়ে যখন নাগরিক আইনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তখন সারদা-নারদা থেকে বাঁচতে মোদির কাছে রাজভবনে ছুটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাগরিক আইনের বিরুদ্ধে দিদিভাই বলছেন, ক্যা, ক্যা, ছিঃ ছিঃ, এখন সেটা হয়ে গেল এসো কাছাকাছি৷

কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তীর দাবি, মোদির সঙ্গে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন৷ গোটা দেশ যখন নাগরিক আইনের বিরুদ্ধে সোচ্চার, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক করতে গেলেন? এটা সেটিং ছাড়া আর কী? রাজভবনে আজ মোদির সামনে মুখ্যমন্ত্রী নতজানু হয়েছেন আত্মসমর্পণ করলেন৷

আজ রাজভবনে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ১৫ মিনিটের বৈঠক হয়৷  বৈঠক শেষে রাজভবন ছাড়েন মুখ্যমন্ত্রী৷ রাজভবনে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন আজা রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী? এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে জানান, এটা আমার সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা৷ কেন্দ্রের থেকে আমাদের ৩৮ হাজার কোটি টাকা বাকি৷ সেই টাকা যাতে দ্রুত মিটিয়ে দেওয়া যায়, তা নিয়ে কথা হয়েছে৷ আমি দ্রুত টাকা মেটানোর দাবি জানিয়েছি৷ একই সঙ্গে নাগরিকত্ব আইন নিয়ে আমরা আমাদের আপত্তি কথা জানিয়েছি৷ আমরা বলেছি আইন পুনর্বিবেচনা করে দেখতে৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের বিষয়টি তিনি দেখে নেবেন৷ আইনের বিষয়টি তিনি জানিয়েছেন, সময় হলে দিল্লিতে তিনি কথা বলে নেবেন৷

নাগরিকত্ব আইন কার্যকর করে দু'দিনের সফরে কলকাতা পা রাখেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ নরেন্দ্র মোদির কলকাতা সফর ঘিরে ইতিমধ্যেই তপ্ত বঙ্গ রাজনীতির ময়দান৷ আজ প্রধানমন্ত্রী দু’দিনের সফরে বাংলায় পা রেখেছেন৷ কলকাতা বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান রাজ্যপাল৷ গোলাপ-উত্তরীয় পরিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কলকাতা পুরসভার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম৷ ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়, অর্জুন সিং৷

এদিন, বিমানবন্দরে মোদিকে গোলাপ উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যপাল৷ এর পরই গোপাল উপহার দিয়ে মোদিকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূল নেতা ফিরহাদ হাকিম৷ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে দেখে বেশ আপ্লুত হন মোদি৷ ফিরহাদের হাত ধরে কিছুক্ষণ কুশল বিনিময় করেন৷ এরপর ফিরহাদকে দেখিয়ে প্রধানমন্ত্রীকে কিছু একটা মন্তব্য করেন দিলীপ ঘোষ৷ দিলীপের মন্তব্যের পর হেসে ওঠেন মোদি-ফিরহাদ-দিলীপ৷ এরপর প্রধানমন্ত্রীকে একে একে স্বাগত জানান রাহুল, অর্জুন, মুকুল রায়রা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =