জেলা সফরে গিয়ে ব্যাডমিন্টন খেললেন মমতা, দেখুন ভিডিও

বোলপুর: বীরভূমে জেলা সফরে গিয়ে সন্ধ্যায় ফুরফুরে মেজাজে ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বীরভূমে গিয়ে সন্ধ্যায় খেললেন ব্যাডমিন্টন৷ প্রায় মিনিট পাঁচেক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে খেলায় ব্যস্ত হয়ে ওঠেন তিনি৷এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রীকে অন্যভাবে দেখলেন রাজ্যের বাসিন্দারা৷ খোলার ভিডিও পোস্ট করে তৃণমূল নেত্রী লিখেছেন, ‘আমরা ক্রীড়া ভালবাসি৷ গ্রামে খানিকক্ষণ খেলা৷’ বীরভূমের কুটিরের লনে ব্যাডমিন্টন খেললেন

জেলা সফরে গিয়ে ব্যাডমিন্টন খেললেন মমতা, দেখুন ভিডিও

বোলপুর: বীরভূমে জেলা সফরে গিয়ে সন্ধ্যায় ফুরফুরে মেজাজে ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বীরভূমে গিয়ে সন্ধ্যায় খেললেন ব্যাডমিন্টন৷ প্রায় মিনিট পাঁচেক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে খেলায় ব্যস্ত হয়ে ওঠেন তিনি৷এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রীকে অন্যভাবে দেখলেন রাজ্যের বাসিন্দারা৷ খোলার ভিডিও পোস্ট করে তৃণমূল নেত্রী লিখেছেন, ‘আমরা ক্রীড়া ভালবাসি৷ গ্রামে খানিকক্ষণ খেলা৷’

বীরভূমের কুটিরের লনে ব্যাডমিন্টন খেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরনে শাড়ি, গায়ে একটা কার্ডিগান আর চাদর। সেই নিয়েই ব্যাডমিন্টন খেললেন মমতা। কোনও জড়তা নেই। প্রতিপক্ষের কোর্ট থেকে যাওয়া সবকটা ডেলিভারি দুরন্ত ছন্দে ফিরিয়ে দিলেন প্রতিপক্ষের কোর্টেই। এমনিতে তাঁর হাঁটার সঙ্গে পাল্লা দিতে বয়সে অনেক তরুণকেও নাকানি-চোবানি খেতে হয়।

ফিটনেসের ব্যাপারে মমতা কোনও দিনই কম্প্রোমাইজ করেন না। সকলকেই পরামর্শ দেন ফিট থাকার। নিজেও সুযোগ পেলে হেঁটে নেন বেশ কয়েক কিলোমিটার। বিদেশে গেলে তো মর্নিং ওয়াক মাস্ট। এর আগেও তাঁকে গান গাইতে, গান লিখতে, সুর বাধতে, ছবি আঁকতে, কবিতা ও চণ্ডীপাঠ করতে দেখে গিয়েছে৷ এবার ব্যাট হাতে ব্যাডমিন্টন কোর্টে মুখ্যমন্ত্রীকে দেখে স্তব্ধ প্রশাসনের কর্তারা৷ নিজের খেলার ছবি নিজেই ফেসবুকে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − one =