Aajbikel

এবার জীবন বিমার আওতায় ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকরা, নয়া প্রকল্প রাজ্যের

 | 
পরিযায়ী

কলকাতা: আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে ফের শুরু হবে দুয়ারে সরকার শিবির। এবার এই শিবিরের অন্যতম আকর্ষণ পরিযায়ী শ্রমিকদের বিমা৷ তাঁদের নাম নথিভুক্ত করা হবে। বুধবার মিজোরামে সেতু দুর্ঘটনায় মালদার বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে একটি সরকারি কর্মসূচিতে এ প্রসঙ্গে বলতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের বিমা চালুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণও দেওয়া হবে, যাতে তাঁরা ছোট শিল্প বা ব্যবসা করতে পারেন৷ 

ইতিমধ্যেই এমএসএমই’র এক সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বাজি, মৎস্য, তাঁত, কৃষি, স্বনির্ভর গোষ্ঠীর কোনও সদস্য দুর্ঘটনায় প্রাণ হারালে গেলে পরিবার পিছু দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। শ্রমিক কল্যাণে বিধানসভায় নতুন বিলও আনা হচ্ছে৷ পরিযায়ী শ্রমিকদের বিমা করানোর কথা জানাল রাজ্য৷ 


ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ক্ষতিগ্রস্ত শ্রমিকের পরিবার আর্থিক ক্ষতিপূরণ পায়, সেই জন্যেই বিমার বন্দোবস্ত বলে জানিয়েছেন মমতা। এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই মিজোরাম সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দেন তিনি। নিহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় সাহায্য করার নির্দেশ দেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়াকে৷ 

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘রাজ্য থেকে যাতে কাউকে আর কাজের জন্য বাইরে যেতে না হয়, তার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। পরিযায়ী শ্রমিকরা চাইলে সরকারি অফিসাররা তাঁদের বিভিন্ন প্রকল্পের খোঁজ দিয়ে নতুন ব্যবসা-শিল্প তৈরিতে সাহায্য করতে পারেন। প্রয়োজনে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণও পাবেন। তাতে ভালো ব্যবসা করা যায়। কেন বিদেশ বিভুঁইয়ে মরতে যাবেন?'

Around The Web

Trending News

You May like