শাহরুখ ‘আক্রান্ত’, মুম্বইয়ে বলে দিলেন মমতা! কিং-খান কি তবে রাজনীতির শিকার?

শাহরুখ ‘আক্রান্ত’, মুম্বইয়ে বলে দিলেন মমতা! কিং-খান কি তবে রাজনীতির শিকার?

মুম্বই: শাহরুখ খান ‘Victimised’ – বলিউডের মেগা তারকা, কিং-খান আক্রান্ত, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহরুখ বাংলার ‘ব্র্যান্ড আম্বাসেডোর’ – বিশ্ব বাংলার বিজ্ঞাপনে তাঁকে দেখা যায়। এছাড়া ‘কলকাতা নাইট রাইডার্স’-এর মালিক। বাংলার সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ। সেক্ষেত্রে, ছেলে আরিয়ানকে নিয়ে তাঁর বিড়ম্বনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন তা স্বাভাবিক ছিল। শাহরুখের ছেলে ড্রাগ মামলায় জড়িয়ে পড়েন। নারকটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হন। পরে অবশ্য জামিনে মুক্ত হন। কিন্তু, সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। কিছু মানুষ তার ধর্ম’কে হাতিয়ার বানিয়ে তাঁকে কটুকথা বলতে থাকেন। বিজেপির রাজনৈতিক অভিসন্ধি দেখতে পান বিরোধীরা।

চিত্র নির্দেশক এবং নির্মাতা মহেশ ভাটকে মমতা বলেন, মহেশ’জি আপনিও আক্রান্ত। শাহরুখ খানও আক্রান্ত। আমাদের লড়াই করতে হলে, ওদের হারাতে হলে প্রতিবাদ আপনাদের করতে হবে। রাজনৈতিক দল হিসেবে আমাদের আপনি পথ দেখতে পারেন,  মতামত জানাতে পারেন। বুধবার বলিউডের শহর মুম্বই’তে সাংবাদিক সম্মেলনে মমতা এই কথা বলেন। ছাত্রপতি শিবাজী’কে নিয়ে রবীন্দ্রনাথের কবিতা উচ্চারণ করে মমতা বলেন, বাংলা ও মহারাষ্ট্রের একটা সেতু আছে। প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়ে দারুণভাবে ক্ষমতায় ফিরেছেন মমতা। এবার তিনি জাতীয়স্তরে উন্নীত হতে চাইছেন। জাতীয়স্তরে অনেক নেতাই তৃণমূলে যোগ দিয়েছেন বা দিচ্ছেন। বেশিরভাগ’ই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাচ্ছেন। মমতার মুম্বই সফর রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

মুম্বই’তে মমতার আয়োজনে সভায় আজ দুই বিচারপতি ছাড়াও বলিউডের চিত্র তারকারা উপস্থিত ছিলেন। স্বরা ভাস্কর, রাহুল বোস, কঙ্কনা সেনশর্মা। এছাড়াও ছিলেন, তিস্তা সেতলবাদ, তুষার গান্ধী, শত্রুঘ্ন সিনহা, সুধীন্দ্র কুলকার্নি, সঞ্জয় ঝা। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, ২০২৪ সালে বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে হলে এখন থেকেই প্রস্তুতি দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =