ফোনে আড়ি রোখার কৌশল শেখালেন মমতা

ফোনে আড়ি রোখার কৌশল শেখালেন মমতা

 

কলকাতা: তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে বলে আগেই অভিযোগ এনেছিলেন৷ এবার জানালেন কিভাবে ফোনের আড়ি পাতা রুখে দিতে হয়৷ বুধবার শহিদ স্মরণের ভার্চুয়াল সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বলেন, ‘‘ফোনের ক্যামেরায় স্টিকিং প্লাস্টার লাগিয়েছি৷ ফোনে আড়ি পাতার হাত থেকে বাঁচতেই এই পদক্ষেপ নিতে হয়েছে৷’’

কারা তাঁর ফোনে আড়ি পাতছে, সেটাও এদিন স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী৷ দাবি করলেন, ‘‘কেন্দ্রের জনস্বার্থবিরোধী সরকার আমাদের মুভমেন্ট জানানোর জন্য মোবাইল ফোনে আড়ি পাতছে৷’’ অভিযোগ করেছেন, ‘‘ফোনে আড়ি পাতা হচ্ছে বলেই আমি কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি না।’’

পেগাসাসের তরফে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিচারপতি ও সমাজের অন্যান্য স্তরের বিশিষ্ট ব্যক্তিদের ফোনে আড়ি পাতার অভিযোগ সামনে এসেছে৷ এদিন বিষয়ে বলতে গিয়ে মমতা কার্যত দাবি করেন, ‘‘পেগাসাস আর মোদীর মধ্যে কোনও ফারাক নেই৷’’  এরপরই ভাষণের মাঝে নিজের মোবাইল দেখিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘‘এই দেখুন স্টিকিং প্লাস্টার লাগিয়েছি৷ যাতে কেউ ফোনে আড়ি পাততে না পারে!’’অভিযোগ করেছেন, ‘‘এই সরকার গনতন্ত্রের কন্ঠরোধ করে৷ মানবাধিকার মানে না৷ এরা শুধু কালা আইন চালু করতে জানে৷ এরা জানে মানুষের মুখের হাসি কেড়ে নিতে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =