তৃণমূলের ক্যাম্প অফিস দখল করেছে CRPF, বিস্ফোরক মমতা

তৃণমূলের ক্যাম্প অফিস দখল করেছে CRPF, বিস্ফোরক মমতা

শ্যামপুকুর:  কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার তৃণমূলের ক্যাম্প অফিস দখল করার অভিযোগ আনলেন তিনি৷ এদিন তৃণমূল নেত্রী বলেন, হাবিবপুরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস দখল করেছে সিআরপিএফ৷ আর সাধারণ মানুষকে বলছে বিজেপি’কে ভোট দাও৷ 

আরও পড়ুন-   ফিরহাদ হাকিমকে ‘জয় শ্রীরাম’ স্লোগান, শহরে উত্তেজনা

শুধু তাই নয়, মমতা  বলেন, রানিনগরে তৃণমূলের কর্মপুরধ্যক্ষ হাসানের বাড়িতে গিয়ে তছনছ করে এসেছে সিআরপিএফ৷ সেই সময় তাঁর বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী৷ এই ঘটনায় সিআরপিএফ-এর বিরুদ্ধে এফআইআর করা হবে৷ এর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন মমতা৷ 

তিনি আরও বলেন, আসানসোল দক্ষিণে আমাদের প্রার্থী সায়নী গতকালই আমাকে জানিয়েছিল কী ভাবে আমাদের পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ৷ তাঁদের বাড়ি থেকে বেরতে বারণ করা হচ্ছে৷  তৃণমূল সুপ্রিমো জানান, আজও সায়নী আমাকে কিছু ছবি পাঠিয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে বিজেপি’র প্রার্থী ২৮টা গাড়ি নিয়ে ঘুরছেন৷ আর নির্বাচন কমিশন ঠুঠো জগন্নাথ হয়ে বসে রয়েছে৷ তারা চোখে কিছুই দেখতে পাচ্ছে না৷ অন্যদিকে আমাদের ক্যাম্পে গিয়ে বসে রয়েছে সিআরপিএফ৷ আমাদের ক্যাম্পে ওদের বসার অধিকার কে দিল? কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশন নিজের পছন্দ মতো এসপি’দের দিয়ে ভোট করিয়েও গো হারা হারবে৷ হুঙ্কার তাঁর৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *