যশ পরবর্তী পরিস্থিতি নিয়ে মুখোমুখি মোদী-মমতা, চর্চা বাড়িয়ে বৈঠকে থাকছেন রাজ্যপাল

যশ পরবর্তী পরিস্থিতি নিয়ে মুখোমুখি মোদী-মমতা, চর্চা বাড়িয়ে বৈঠকে থাকছেন রাজ্যপাল

কলকাতা:  ঘূর্ণিঝড় যশের দাপটে বাংলা ও ওডিশার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখার পর পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি৷ আর সেই সূত্রেই বিধানসভা ভোটে কড়া টক্করের পর এই প্রথম মুখোমুখি হচ্ছেন মোদী-মমতা৷ 

আরও পড়ুন- ৮০% ছাড়-সহ স্টেশনে ওষুধের দোকান, থাকবে ডাক্তার! উদ্যোগ রেলের

এদিকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠক পূর্ব নির্ধারিত থাকলেও, এই বৈঠকে নয়া সংযোজন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ জানা গিয়েছে, কলাইকুণ্ডার বৈঠকে উপস্থিত থাকবেন তিনি৷ প্রশাসনিক বৈঠকে তাঁর উপস্থিতি নিয়েই জোড় চর্চা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে রাজ্যপালের উপস্থিতি আমীদের দেশে বলতে গেলে বেনজির৷ ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির আঙিনায় শুরু হয়েছে জোড় তরজা৷ মোদী-মমতার বৈঠকে তাঁর ভূমিকা কী? প্রশ্ন উঠেছে৷ তবে কি তিনি শুধুই সাক্ষীগোপাল হয়ে থাকবেন? যদিও অনেকেই বলছেন, এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ সে কারণেই রাজ্যপালকেও আনা হচ্ছে৷ 

এ প্রসঙ্গে বলে রাখা ভালো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে রাজ্যপালের উপস্থিতি নিয়ে শোরগোল পড়লেও, এই নজির আমাদের রাজ্যে আগেও দেখা গিয়েছে৷ আম্পানের সময়েও মোদী-মমতা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যপাল৷ জানা গিয়েছে কলাইকুণ্ডা এয়ার ফোর্স স্টেশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ এদিকে, রাজ্যে ত্রাণ বণ্টন যাতে স্বচ্ছ্বতার সঙ্গে হয় ও ক্ষতিগ্রস্তরা যাতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সাহায্য পায়, তা নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন রাজ্যপাল৷  

তবে যশ মোকাবিলায় রাজ্য সরকার ভালো কাজ করেছেন বলে সার্টিফিকেট দিয়েছেন ধনকড়৷ যশ আছড়ে পড়ার আগে নবান্নে মমতার কন্ট্রোল রুমেও গিয়েছিলেন তিনি৷ কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে৷ সব মিলিয়ে কলাইকুণ্ডায় আজ হাইভোল্টেজ বৈঠক৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + three =