নয়াদিল্লি: শুধু মহাজোটের বৈঠকেই পরস্পরের সঙ্গে দেখা হবে এমন নয়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোটের মধ্যমণি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পৃথকভাবে দেখা করতে চাইছেন অকংগ্রেসি ও অবিজেপি বিভিন্ন আঞ্চলিক দলের নেতারা। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরবে আগামী মঙ্গলবার ১১ ডিসেম্বর। যা কার্যত লোকসভার লড়াইয়ের আগে সেমিফাইনালই বটে। তার ঠিক আগের দিন অর্থাৎ আগামী সোমবার সংসদ ভবনের অ্যানেক্সি বিল্ডিংয়ে হবে বিজেপি বিরোধী বিরোধী দলগুলির জোট সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে আগামীকালই দিল্লি আসছেন প্রস্তাবিত ওই জোটের মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবারের জোট বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। কারণ শোনা যাচ্ছে, তাঁকেই এবং চন্দ্রবাবু নাইডুকে মহাজোটের আহ্বায়ক করতে চান সোনিয়া গান্ধী। ওই বৈঠকের আগে ও পরে বিভিন্ন দলের নেতারা পৃথকভাবেও মমতার সঙ্গে দেখা করবেন বলেও জানা যাচ্ছে। তবে পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল প্রকাশের ঠিক প্রাক্কালে দিল্লিতে আয়োজিত ওই জোট বৈঠকের সবথেকে তাৎপর্যপূর্ণ জল্পনা হল বিএসপি নেত্রী মায়াবতীর যোগ না দেওয়ার সম্ভাবনা। শোনা যাচ্ছে, বিজেপি বিরোধী তাবৎ রাজনৈতিক দলের নেতানেত্রীরাই ওই বৈঠকে যোগ দেবেন।
