বাঁকুড়া: করোনা টিকা বন্টন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ একইসঙ্গে এপ্রসঙে কেন্দ্রকে চরম হুঁশিয়ারী দিলেন মমতা৷ সোমবার বাঁকুড়ার খাতরা থেকে কেন্দ্রকে একের পর এক তোপ দেগে তিনি বললেন খেতে খেতে দানব তৈরি হয়ে গিয়েছে এরা, তাতেও এদের পেট ভরে না৷ বিনা পয়সায় কোভিডের চিকিত্সাও করতে দেবে না৷ সবটাই নাটক৷ এরপরই মমতা বলেন, আমরা যদি একটা কোভিড কেসে দেড় লক্ষ দু লক্ষ টাকা খরচা করতে পারি তাহলে ওই ইনজেকশন আমরাও করতে পারি৷ শুধু ইনস্ট্রাকশনটা দাও এবং বল কার কাছ থেকে নেব৷ আমাদের রাজ্য সরকার তৈরি আছে৷
এরপরই তিনি বলেন, একটা কথা মনে রাখবেন, ৩০০ বেশি ট্রেনে যত পরিযায়ী শ্রমিক এসেছে আমরা তাদের ভাড়া দিয়েছি৷ কেন্দ্রীয় সরকার একটা ভাড়া পর্যন্ত দেয়নি৷ এমন যাদের অবস্থা৷ বাংলার বদনাম করে৷ এরপর ভোটের আগে নানা কেন্দ্রীয় সংস্থার হানার প্রসঙ্গে মমতা বলেন, এরা শুধু মিথ্যে বলে, মিথ্যে ভাষণ দেয়৷ অফিসারদের চমকায়৷ কাজ করতে গেলে একটা দুটো খারাপ লোক সবজায়গাতেই আছে৷ তার মানে এই নয় যে সবাই খারাপ৷ মনে রাখবেন বাংলা এমন একটি রাজ্য যেখানকার ৯৯ শতাংশই মানুষই ভালো৷
মমতা আরও বলেন, ১ শতাংশ মানুষের জন্য দলকে বদনাম করার চেষ্টা করে এরা৷ সেটাও সিপিএম থেকে ও বিজেপি থেকে আগত কিছু লোককে নিয়ে৷ এরপর ফের কেন্দ্রকে একহাত নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন এখানে তো ২ টাকা নিলে তুমি বল চোর৷ আর ওখানে যে ২ লক্ষ কোটি টাকা খেয়ে নিলেও তার কোনও বিচার হয়না৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যতদিন বাঁচব মানুষের জন্য করে যাব৷ যেদিন থাকব না নতুন টিম তৈরি করে দিয়ে যাব৷ কিন্তু বাংলার বদনাম করতে দেব না৷ বাংলার মানুষের বদনাম করতে দেব না৷