‘মমতা দিদি অপেক্ষায় আছেন কখন ভাইপো মুখ্যমন্ত্রী হবে’, খোঁচা অমিত শাহের

‘মমতা দিদি অপেক্ষায় আছেন কখন ভাইপো মুখ্যমন্ত্রী হবে’, খোঁচা অমিত শাহের

380688a69eedd260f0bcdb8b2247bf2f

কোচবিহার:   কোচবিহারের সভা থেকেই ‘ভাইপো’ খোঁচা দিলেন অমিত শাহ৷ বললেন, বিজেপি সরকার গরিব মানুষের কল্যাণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ৷ কিন্তু মমতা সরকার ভাইপোর কল্যাণ ছাড়া কিছু বোঝে না৷   মমতা দিদি অপেক্ষায় আছে  কখন আমার ভাইপো মুখ্যমন্ত্রী হবে। দিলীপ ঘোষ লড়াই না করলে এত দিন হয়তো সে কথা ঘোষণাও করে দিতেন। কিন্তু এখন ভয় পেয়ে গিয়েছেন। 

আরও পড়ুন- মানহানির শোভন-বৈশাখীর নামে মামলা, আদালতে দেবশ্রী-রত্না-কুণাল

সুর চড়িয়ে তিনি বলেন, এ বার সময় এসে গিয়েছে৷  মোদীজির বিকাশ আর মমতার বিনাশের৷ মমতার বিকল্প বেছে নেওয়ার এটাই চরম সময় সময়। মা মাটি মানুষের স্লোগান নিয়ে ক্ষমতায় আসা  সরকার এখন তোলাবাজি  আর তোষণের রাজনীতি করছে৷ কারখানায় তালা পড়ছে৷ মুখ্যমন্ত্রী হিসাবে উনি ব্যর্থ৷ 

 

অমিত শাহ আরও বলেন, মমতা দিদি মনে করেন নির্বাচনে জিততে আপনাদের প্রয়োজন নেই৷ উনি মনে করছেন গুণ্ডা দিয়ে ভোট জিতবে৷ কিন্তু এইবার বাংলার নির্বাচন ঐতিহাসিক হতে চলেছে৷ আপনার দাঙ্গাবাজ গুণ্ডাদের বিরুদ্ধে লড়বে ভারতীয় জনতা পার্টি৷ বুথের কর্মীরা এই লড়াই করবে৷ আর এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টিই জিতবে৷ কারণ বাংলার মানুষ পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে৷  

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে ৬ হাজার টাকা করে পাঠান৷ কিন্তু বাংলার কৃষকরা সেই টাকা থেকে বঞ্চিত৷ কারণ রাজ্য সরকার তাঁদের অ্যাকাউন্ট নম্বরই জানায় না৷ আপনারা ওঁনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেনন৷ কিন্তু উনি আপনাদের ৬ হাজার টাকা আটকে রেখেছেন৷ বিজেপি সরকার এলে প্রথম ক্যাবিনেটেই বিগত দু’ বছরের ১২ হাজার টাকা এবং আগামী বছরের ৬ হাজার টাকা এক সঙ্গে পাঠানোর বন্দোবস্ত করা হবে৷ 

আয়ুষ্মান প্রকল্প প্রসঙ্গে অমিত শাহ বলেন, উত্তরবঙ্গে অনেক গরিব মানুষ আছেন৷ মোদীজি দেশের ৬০ কোটি গরিবের জন্য আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে এসেছে৷ কিন্তু বাংলা তা পায়নি৷ কেননা মমতা দিদির এই যোজনা পছন্দ নয়৷ উনি ভয় পান, এই প্রকল্পের টাকা আপনাদের হাতে পৌঁছে গেলে মোদীজি জনপ্রিয় হয়ে যাবেন৷ বিজেপি ক্ষমতায় এলে এক সপ্তাহের মধ্যে এই প্রকল্প চালু করা হবে বলেও তাঁর আশ্বাস৷ 

আরও পড়ুন- ভয় পেয়েছেন মমতা, না হলে এবারই ভাইপো মুখ্যমন্ত্রী হত! কটাক্ষ অমিতের

তোপ দেগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদী সরকারের যে সকল প্রকল্প আপনি আর আপনার ভাইপো আটকে রেখেছেন তা মে মাসের পর আর আটকাতে পারবেন না৷ আপনাদের বিদায় জানাবে রাজ্যের মানুষ৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *