বড়মার ফেলে যাওয়া পদেই বসছেন মমতা

কলকাতা: বড়মা বীণাপাণি দেবীর ফেলে যাওয়া উপদেষ্টা পদে বসছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুন৷ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি পদের পাশাপাশি উপদেষ্টা পদও সামলাবেন মমতাবালা ঠাকুর৷ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মমতাবালাই এই পদ দেখবেন বলে সিদ্ধান্ত হয়েছে৷ তবে, মমতাবালাকে মানতে নারাজ বীণাপাণি দেবের ছেলে ও নাতীর৷ তাঁদের অভিযোগ, ঠাকুর বাড়ির নিয়ম ভেঙে প্রভাব খাটানোর চেষ্টা চলছে৷ ঠাকুরনগরে

বড়মার ফেলে যাওয়া পদেই বসছেন মমতা

কলকাতা: বড়মা বীণাপাণি দেবীর ফেলে যাওয়া উপদেষ্টা পদে বসছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুন৷ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি পদের পাশাপাশি উপদেষ্টা পদও সামলাবেন মমতাবালা ঠাকুর৷ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মমতাবালাই এই পদ দেখবেন বলে সিদ্ধান্ত হয়েছে৷ তবে, মমতাবালাকে মানতে নারাজ বীণাপাণি দেবের ছেলে ও নাতীর৷ তাঁদের অভিযোগ, ঠাকুর বাড়ির নিয়ম ভেঙে প্রভাব খাটানোর চেষ্টা চলছে৷

ঠাকুরনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আগে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি কে তা নিয়ে দড়ি টানাটানি শুরু হয় ঠাকুর বাড়িতে৷ মমতাবালা ঠাকুর ও অন্যদিকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়াশিবির কার্যত দুভাগে ভাগ হয়ে যায়৷ সংঘাধিপতির পদ নিয়ে এমনিতেই পুরানো দ্বন্দ্ব রয়েছে ঠাকুর পরিবারের মধ্যে৷ এবার মতুয়া মহাসংঘের উপদেষ্টা পদে মমতাবালা ঠাকুরের নামে ঘিরে নতুন করে প্রকাশ্যে এসেছে ঠাকুরবাড়ির দ্বন্দ্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 5 =