নিজস্ব সংবাদদাতা, বারাসত: এতদিন বিজেপির হয়ে গলা ফাটিয়ে আচমকাই নিয়ে যোগ দিয়েছেন তৃণমূলে৷ যার জেরে তাঁকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশও পাঠান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ কিন্তু যেই মমতাকে নিয়ে এতদিন কুকথার বন্যা বইয়ে দিয়েছিলেন সুজাতা সেই তাঁর কাছেই এখন মমতা মায়ের সমান৷ শনিবার বারাসতে শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সমাবেশে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, মমতা আমার মা, তৃণমূল আমার পরিবার৷ মা মেয়ের দ্বন্দ্ব হতেই পারে৷ যা এখন মিটে গিয়েছে৷
একইসঙ্গে অভিনেত্রী সায়নী ঘোষকে যৌনকর্মী মন্তব্যে সৌমিত্র খাঁকে তুলোধনা করেন সুজাতা৷ বলেন, নায়িকাদের উদ্দেশ্যে ‘ঘৃণ্য’ মন্তব্য করে সমগ্র নারীজাতিকে অপমান করেছেন সৌমিত্র৷ বিজেপির রুচিই প্রকাশ করেছেন তিনি৷ একইসঙ্গে সুজাতা জানিয়েছেন নারী হয়ে তিনি এই ধরণের মন্তব্যের তীব্র প্রতিবাদ করছেন৷
২০১৯-এর লোকসভা নির্বাচনে সুজাতা মণ্ডলের কথা কমবেশি সকলেরই মনে থাকার কথা৷ স্বামীর হয়ে ভোটের প্রচার পুরোটাই করেছিলেন তিনি৷ এরপর বিষ্ণুপুর থেকে সাংসদ হন সৌমিত্র খাঁ৷ তাই তাঁর জনসংযোগের ক্ষমতা নিয়ে কোনও সন্দেহ নেই৷ একইসঙ্গে এরপরেও তৃণমূলের বিরুদ্ধে বারবার ক্ষোভ উগড়াতে দেখা গিয়েছিল সুজাতাকে৷ তবে নির্বাচনের মুখে এখন সম্পূর্ণ ভোলপাল্টে তৃণমূলে এসেছেন সুজাতা৷ সত্যি বড় বিচিত্র এ রাজনীতি৷ এখন দেখার এবারের নির্বাচনে সুজাতাকে ঠিক কীভাবে কাজে লাগাবে রাজ্যের শাসকদল তৃণমূল৷